আমাদের কথা খুঁজে নিন

   

Matured হয়ে গেছি ? নাকি নির্লজ্জ ? নাকি এটাই নিয়ম ?

নাম ছিলনা স্বপ্ন গুলোর........প্রতিবিম্বিত অবয়ব তাড়িয়ে বেড়ায় নিজেকে। আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএ, ২য় বর্ষের ছাত্র। ছাত্র হিসেবেও খুব খারাপ না। মনে পড়ছে স্কুল লাইফ এর কখা। কি খারাপ ছাত্রই না ছিলাম।

খারাপ বলতে গনিত এই যা খারাপ ছিলাম। অন্য কোনো বিষয়ে আমার সামনেও কেও আসতে পারতো না। একবার ক্লাশ ৬ এ গনিত ফেইল করি। ৩২ পাই। রেসাল্টের দিন স্যার আমাকে ডেকে বললেন, 'নাদিম, আমি গনিতে ১ দিয়ে তোমাকে পাশ করিয়ে দিয়েছি।

তুমি কাওকে বলোনা। ' আমি বললাম, "স্যার, আপনি আমাকে পাশ করিয়েছেন, এটা আমি কি বলবো, আপনি কাওকে বইলেন না। " আমার বড় বোন নিতু। কি ভাল ছাত্রীই নি ছিল। বাসার সবাই আমাকে খোঁচা দিত।

"দেখ, নিতু কিভাবে পড়ে"। আমার একদম বড় ভাই scientist. USA তে থাকে। মহা এক বিদ্যাসাগর। বয়সের ব্যবধান অনেক বেশী হওয়ায় ওনাকে নিয়ে কেও অবশ্য খোঁচা দেই নি। আমি জীবনে বাসায় অংক করেছি বলে মনে পড়ে না।

অংক পরীক্ষা দিয়ে লজ্জায় কাওকে কিছু বলতাম না। আমার গনিতের নম্বর আমি ছাড়া শুধু টিচার জানতো। সেই আমি SSC exam দেই। GPA 5 পাই। ঢাকা সিটি কলেজ থেকে HSC exam দেই।

GPA 5 পাই। প্রথম বারেই DU চান্স পাই। এখনও department এ প্রথম ৩ জনের একজন। আরো মজার বেপার, আমার বোনটা এখন কিন্তু প্রাইভেট এ পড়ে। পাবলিক ভার্সিটি তে চান্স পায় নাই।

এখন আমি গনিত এ অনেক ভালো। যদিও আমি ব্যাবসায় শিক্ষার ছাত্র, এখন অনেকের চেয়েও ভাল গনিত পারি। আর এখন আমি, খুব গর্ব করে বলি, আমার স্কুলের কু কীর্তী গুলোর কথা। শুনতে আমার ও ভাল লাগে। তাই এখন মাঝে মাঝে চিন্তা করি, Matured হয়ে গেছি ? নাকি নির্লজ্জ ? নাকি এটাই নিয়ম ? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.