আমাদের কথা খুঁজে নিন

   

তুমি আজ কোথায় ?

আমি সকলের অজান্তে ফুটে রব ছোট সে ভুলে তুমি আমি দুজনে জ্বলছি অনলে অনলে ভুলটুকু যদি ভেংগে দিতে বারত না আজ তিলে তিলে কি এমন দোষ ছিল বল সোদনের সেই কথাতে অভিমানে তুমি চলে গেলে আশা ছিল আসবে ফিরে ফিরে তো আর এলেনা সেই ব্যাথাতে মরছি আমি জ্বলে জ্বলে কেমন ভালবাসলে তুমি ভলতে য়ে পারিনা পুরনো সেই স্মৃতিগুলো কাদায় আমায় দিনে রাতে ফিরে তো আর এলেনা সেই ব্যাথাতে মরছি আমি জ্বলে জ্বলে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।