আমাদের কথা খুঁজে নিন

   

নীপবন, তপোবন ও বৃন্দাবন!

নিজ ভাবনাটা আজ আমি হারিয়ে দেই...স্বপ্নটা আজ নীল আকাশ ছুঁই... নীপবন= কদম গাছের বন (এসো নীপবনে ছায়াবীথিতলে,এসো করো স্নান নবধারাজলে॥- প্রকৃতি ৭৯ [গান],গীতিবিতান, রবীন্দ্রনাথ ঠাকুর) তপোবন= মুনি-ঋষিদের আশ্রম কিংবা যে বনে মুনি-ঋষিরা তপস্যার জন্য বাস করেন। (...মুকুটবিহীন রাজা পক্ককেশজালে,ত্যাগের মহিমাজ্যোতি লয়ে শান্ত ভালে।-তপোবন [কবিতা], চৈতালী, রবীন্দ্রনাথ ঠাকুর ) বৃন্দাবন= তুলসী গাছের বন/ভারতের উত্তর প্রদেশের অন্তর্গত মথুরা জেলায় অবস্থিত একটি প্রসিদ্ধ হিন্দু তীর্থ (...কখনো কখনো বুকের উপরে তার মুখ টেনে নিয়ে চুপ করে চোখ বুজে থাকেন, চোখের কোণ দিয়ে জল পড়তে থাকে, কিন্তু কখনো ভুলে একবার তার মা’র কথা জিজ্ঞাসা করেন না। এ দিকে বৃন্দাবনে টেলিগ্রাম গেছে। কর্ত্রীঠাকরুনের কালই ফেরবার কথা। কিন্তু শোনা গেল, কোথায় এক জায়গায় রেলের লাইন গেছে ভেঙ্গে... -যোগাযোগ [উপন্যাস], রবীন্দ্রনাথ ঠাকুর )

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।