আউলা মাথার বাউলা পোলা। -। -। -। -।
-। -।
। । * ।
। * । ।
। ।
। । । ।
আমার মতে আজকের দিনটা আমাদের জীবনের এক অন্যতম স্মরণীয় দিন হয়ে থাকবে।
কি বলেন??
কেননা এরকম দিন ঘন ঘন আসেনা। বছর ১১ মাস ১১ দিন ১১ । কি মজা তাইনা?? সকালে যখন ১১ টা ১১ মিনিট ১১ সেকেন্ড বেজেছিল তখন দিন মাস বছর দেখানো সব ডিজিটাল ঘড়ি গুলিতে সময় দেখাচ্ছিলঃ
১১-১১-১১-১১-১১-১১
রাত্রে অবশ্য আবারো একবার এরকম দেখা যাবে যদি না ঘড়িতে এ এম / পি এম এর বদলে আন্তর্জাতিক ২৪ ঘন্টার ফরম্যাট সেট করা থাকে। ওটা করা থাকলে ঘণ্টার যায়গায় ২৩ দেখাবে। যাই হোক দিনটির নিউমেরিক প্যাটার্ন দারুন সন্দেহ নাই।
গত বছর আমরা পেয়েছিলাম বাইনারি ডে। ১০। ১০। ১০ । আর আজকেরটা হল ইউনারি ডে।
হয়তবা অনেকের কাছেই এই ব্যাপার গুলার কোন গুরুত্ব নাই। তবে আমরা যারা ইলেক্ট্রিকাল বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ছি তাদের কাছে এগুলা বেশ গুরুত্ব বহন করে। কারন সব ডিজিটাল লজিক আর সার্কিটে ১ মানে হল অন বা সত্য আর ০ মানে অফ বা মিথ্যা।
আশা করি সাংখ্যিক গাঠনিক দিক দিয়ে আজকের এই সত্যে ভরপুর দিন এর পর থেকে দুনিয়া থেকে সব মিথ্যা বিদায় নেবে(যদিও জানি তা হবেনা তবে আশা করতে দোষ কোথায়? ) আর সবার জীবন সত্যে ভরে উঠবে।
যাই হোক আজকের এই দিন উপলক্ষে কেউ কি স্পেশাল মজার কিছু করেছেন নাকি??
আমি একটা কাজ করেছি আজকের সুর্যাস্তের ছবি তুলেছি।
নিচে দিলাম।
যাই হোক আজকে আর লিখতে ইচ্ছা করছেনা। কয়েকমাস আগে লেখা একটা কবিতা শেয়ার করলাম।
--------------------------------
অন্ধকারে বেড়ে ওঠা স্বপ্নগুলো যতো
পিছু ছাড়েনা তারা থাকে ছায়ার মতো
তাড়া করে বেড়ায় আমায় প্রতিনিয়ত
অবোধ চেতনাকে করে ক্ষতবিক্ষত
দেখ নির্বাক এ পৃথিবীতে কত অসহায় ভাবে জীবিত
জীবন থেকেও প্রতিটি ক্ষণে যেন শুধুই জীবন্মৃত
আলো খুঁজি আমি আলো খুঁজি
চোখ ঝলসানো এক আলো
তীব্র প্রখর সে শুভ্র আলোয়
বিদায় নেবে সব কালো
আশার আলোয় উদ্ভাসিত হব
দূর হবে যত যন্ত্রনা
সেইদিন সেই শুভক্ষণ হবে
মোর নতুন জীবনের মন্ত্রণা।
_________________
নতুন জীবন - তাহমীদ
----------------------------
কয়েকদিন ধরে বেশ অসুস্থ।
কিছু লেখার এনার্জি পাইতেছিনা। সবাই একটু দোয়া কইরেন। শুভকামনা। সবার ঈদ কেমন কাটল?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।