আমাদের কথা খুঁজে নিন

   

১১-১১-১১ এবং সময়ের প্রয়োজনে রাজনীতি

আসুন আমরা সবাই একটি পরিচয়ে একাত্ব হয়। পরিচয়টি হলো 'বাংলাদেশী'। আজ এক চমৎকার দিন! ছয়টি এক-এর সমাহার। শুনছি অনেকেই নাকী বিয়ের দিন ধার্য করেছেন এই তারিখটি ভেবেই। আবার অনেকে সন্তানের জন্মতারিখটিও আজকে করবেন বলে ডাক্তারদের নাভীশ্বাস উঠিয়ে দিয়েছেন।

কি চমৎকার! সময়ের প্রয়োজনে আমরা কত প্রতিক্রিয়াশীল হয়ে গেছি! একটি তারিখ, একটি ভাল সময় আমাদের কত প্রয়োজন! রাজনীতিও চলছে একই তালে, তবে ফলাফল ভিন্ন। সময়ের প্রয়োজনে বন্ধু হয়েছে শত্রু, আর শত্রু হয়ে গেছে বন্ধু। গতকালই আওয়ামীলীগের হানিফ সাহেব নূর হোসেন দিবসে বলেছেন, তার দল নাকি সময়ের প্রয়োজনে এরশাদবিরোধী আন্দোলন করেছিল, আবার সময়ের প্রয়োজনে এরশাদকে বুঁকে তুলে নিয়েছে। বলেছেন, স্বৈরাচারের সাথে আতাঁতে কোনো দোষের কিছু নেই। কি আশ্চর্য! কি বেদনাদায়ক! আজ যদি নূর হোসেন এই বক্তব্য শুনতে পেতেন, তাহলে তিনি হয়তো সবচেয়ে বেশী কাঁদতেন।

হয়তো দ্বিতীয় জন্মের সুযোগ পেলেও বাংলাদেশে আসতে চাইতেন না। সময়ের প্রয়োজনে রাজনীতি এমন হয়! সময়ের প্রয়োজনে এভাবে আদর্শের বিলোপ ঘটে! ওদিকে বিএনপি, জামাত-রাজাকারদের নিয়ে পূনরায় ক্ষমতায় যাবার প্রহর গুণতে। কি কপাল আমাদের! যে রাজাকারেরা আমাদের মা-বোনের ইজ্জত নিয়েছিল, স্বাধীনতার বিরুদ্ধে যাদের শতভাগ ভূমিকা ছিল; সময়ের প্রয়োজনে তারা আজ অতি আপন হয়ে গেছে! রীতিমত তাদেরকে ঘাড়ে তুলে নাঁচা হচ্ছে। বলে রাখি, সময়ের প্রয়োজনে আওয়ামীলীগও তাদেরকে নিয়ে সরকারবিরোধী আন্দোলন করেছিল। আহ্ কি আমাদের রাজনীতি, কি আমাদের সময় বিচার, কি অপূর্ব রাজনৈতিক স্বার্থ! একটি স্বপ্নের কথা বলি।

আজ যদি আওয়ামীলীগ-বিএনপি দেশের জন্য রাজনীতি করতো, আমাদের প্রয়োজনে রাজনীতি করতো; তাহলে স্বৈরাচার-রাজাকারদের আজ এই নাঁচন-কুঁদন থাকতো না। কবেই ধূলিস্যাৎ হয়ে যেত। স্বপ্ন বললাম এই জন্যই য়ে, এটা হয়তো নিকট ভবিষ্যতে হবার নয়। অন্ততঃ যতদিন আমাদের জননেত্রী আর দেশনেত্রী রয়েছেন! আর তাদেরকেই বা দোষ দিই কেনো! তাদের সময়ের প্রয়োজনের রাজনীতির সুবিধাভোগীরাই বা কম কিসে? আজ আমরা জনগণেরা একটি ভাল দিন (১১-১১-১১) বা ভাল সময় বেঁচে নিয়েছি কোনো ভাল কিছু পাবার আশায়। আর আমাদের বড় দুই দল সময়ের প্রয়োজনে বেঁচে নিয়েছেন অতি জঘন্য স্বৈরাচার ও রাজাকারদেরকে।

দেখুন জনগণের স্বার্থের সাথে রাজনৈতিক স্বার্থের কি পার্থক্য। আর কিইবা বলার আছে আমাদের! আর কতদিন অপেক্ষা করতে হবে, কে জানে! জানিনা কবে আওয়ামীলীগ ও বিএনপি'র বোধোদয় হবে! কবে তারা অগণীত শহীদ, আর নূর হোসেনদের আত্মত্যাগ থেকে শিক্ষা নেবে! আমরা পাবো সেই বাংলাদেশকে, যা আমরা প্রতি মূহুর্তে লালন করি, কামনা করি। আজ এই সময়ে আসুন আমরা ভাল কিছু প্রত্যাশা করি, সবার জন্য মঙ্গল কামনা করি। ধন্যবাদ। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।