এগিয়ে যেতে চাই নিজের চেস্টায় এবং যিনি সৃষ্টি করেছেন কারও করুনায় নয় সরকারি চাকরির ক্ষেত্রে কোটা প্রথা বাতিলের জন্য সরকারের সংশ্লিষ্টদের কাছে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। লিগ্যাল নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে কোটা প্রথা বাতিলের দাবি জানানো হয়েছে। অন্যথায় রিট মামলা দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।
বৃহস্পতিবার ডাকযোগে মন্ত্রীপরিষদ সচিব, শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব, সংস্থাপন সচিব ও পিএসসির চেয়ারম্যানের কাছে এ নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া।
লিগ্যাল নোটিশে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানের কোথাও সরকারি চাকুরি ক্ষেত্রে বৈষম্যের সুযোগ নেই।
কোটা প্রথার ফলে দেশের অত্যন্ত মেধাবী শিলমঘার্থী হওয়া সত্ত্বেও সঠিক মূল্যায়ন না হওয়ায় রাষ্ট্রের প্রশাসনিক ক্ষেত্রে দক্ষ, যোগ্য ও মেধাবীরা নিয়োগ পাচ্ছেন না। ফলে দেশ সঠিকভাবে চ্লছে না।
লিগ্যাল নোটিশে আরো বলা হয়, প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রথম স্থান অর্জন করা সত্ত্বেও অনেকের চাকরি হয়না কেবল কোটা প্রথার কারণে। এর ফলে দেশ আস্তে আস্তে মেধাশূন্য হয়ে পড়ছে।
সংবিধানের ২৯ অনুচ্ছেদের কথা তিনি লিগ্যাল নোটিশে উল্লেখ করেন।
সংবিধানের ২৯(১) অনুচ্ছেদে বলা হয়েছে, ‘প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ-লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকিবে। ’ ২৯(২) অনচ্ছেদে বলা হয়েছে, ‘কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী-পুরুষভেদ বা জন্মস্থানের কারণে কোন নাগরিক প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ-লাভের অযোগ্য হইবেন না কিংবা সেই ক্ষেত্রে তাঁহার প্রতি বৈষম্য প্রদর্শন করা যাইবে না। ’
আইনজীবী তার নোটিশে উল্লেখ করেন, নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে চাকরি ক্ষেত্রে কোটা প্রথা বাতিল করার জন্য সরকারকে অনুরোধ করা যাচ্ছে। অন্যথায় এর বিরুদ্ধে আদালতে রিট দায়ের করা হবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।