মন চায় ৪ ইডিওটস
মন চায় মৌমাছির মত মধু খেতে
মন চায় নদীর স্রোতের মত বয়ে যেতে
মন চায় কোকিলের মত গান গাইতে
মন চায় প্রজাপতির মত ফুলে ফুলে রং ছড়িয়ে দিতে
মন চায় উদাসী বাতাস হতে
মন চায় ঝরনার মত স্রোত হতে
মন চায় পাখি হয়ে ডি-উ এর আকাশে বসে বিচরণ করতে
মন চায় খোলা জানালার দখিনা বাতাস হতে
মন চায় রবির কিরণ হতে
মন চায় রেশ্মি খাতার আকাবাকা নক্সা হতে
মন চায় পল্লী গ্রামের আকাবাকা মেঠো পথ হতে
মন চায় শিল্পীর কোমলীয় কন্ঠের মধু হতে
মন চায় দাদুর হাতের লাঠি হতে
মন চায় ভাইয়া অপুদের রক্তিম কন্ঠের বোকা খেতে
মন চায় মাম্মির হাতের আদর খেতে
মন চায় চারু কলার আর্ট হতে
মন চায় আগুন এর ফুলকি হতে
মন চায় বৃষ্টির টাপুর টুপুর শব্দ হতে
মন চায় মেঘের গর্জন হতে
মন চায় বেলি ফুলের সিউলি মালা হতে
মন চায় রং ধনুতে মিশে যেতে
মন চায় মাচ রাঙ্গা হতে
মন যা চায় মন কি সেটা পাই , পায়না?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।