আমাদের কথা খুঁজে নিন

   

তীর্ব নিন্দা জানাই হবিগঞ্জে উদীচীর অনুষ্ঠানে 'জঙ্গিদের' হামলা

অ আ ক খ গ ঙ হবিগঞ্জে উদীচীর অনুষ্ঠানে 'জঙ্গিদের' হামলা হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় উদীচী শিল্পীগোষ্ঠীর অনুষ্ঠানে কয়েকটি ইসলামী দলের কর্মীরা হামলা চালিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় খেলাফত মসলিশ, জমিয়তে উলামা ইসলাম, জমিয়তে উলামা দলের স্থানীয় জোট 'ইসলামী বিপ্লবী আন্দোলন'-এর এই হামলায় উদীচীর ১০ নেতাকর্মী আহত হন বলে দেশের অন্যতম এ পুরনো সাংষ্কৃতিক সংগঠনের নেতারা জানিয়েছেন। উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী এ উপলক্ষে মঙ্গলবার বিকেল ৫টায় বানিয়াচং-এ শহীদ মিনার প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা উদীচীর সহ-সভাপতি অপু চৌধুরী বলেন, "সন্ধ্যা পৌনে ৬টার দিকে হঠাৎ করে ইসলামী বিপ্লবী আন্দোলন নামে একটি জঙ্গি গ্র"প সভায় হামলা চালায়। " হামলায় আহতদের মধ্যে হবিগঞ্জ জেলা উদীচীর সহ-সভাপতি অপু চৌধুরী, বানিয়াচং উপজেলা উদীচীর সভাপতি ইমদাদুল হোসেন খান, সাধারণ সম্পাদক আব্দুল হক মামুন, উদীচীর কর্মী গৌছ মিয়াকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

বানিয়াচং উপজেলা জমিয়তে উলামা ইসলামের সদস্য উমর ফারুক জানান, ইসলামী বিপ্লবী আন্দোলন নামের ওই জোটে খেলাফত মসলিশ, জমিয়তে উলামা ইসলাম, জমিয়তে উলামা দল রয়েছে। এ ব্যাপারে বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী বলেন, "পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের ছত্রভঙ্গ করে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে। " হামলার প্রতিবাদে সেখানে তাৎক্ষণিক এক প্রতিবাদ সভা করে উদীচী।

১৯৯৯ সালে যশোরে উদীচীর সম্মেলনে বোমা হামলায় ১১ জন নিহত হয়। ওই হামলায় দেশের ইসলামী জঙ্গি গোষ্ঠী জড়িত ছিলো বলে পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।