অভিলাসী মন চন্দ্রে না পাক, জোছনায় পাক সামান্য ঠাই শাহবাগ ১ আন্দোলনের প্রবাদ প্রুষ, বাংলার চেগু ভায়রারা বলতেছেন "দ্যি নিউ শাহবাগ আন্দোলন ইজ নট এ সহি আন্দোলন", সেই সাথে এই আন্দোলনের উপর সরকারকে নজর রাখার আহবানও জানাইছেন তাহারা, আমিও বলি আসলেই যারা শাহবাগে গেছে তারা ভুল করছে। তারা আন্দোলনের ভুল ফর্মুলা ফলো করছে, তাদের উচিত ছিল প্রথমেই শাহবাগ যেয়ে ডাক্তার ইমরান, আরিফ জেবতিক, মারুফ রসুলদের পদধুলিপ্রাপ্ত এলাকা কাঁটাতার দিয়ে ঘেরাও দিয়ে, প্রত্যেকে মুজিব কোট পড়ে সেই কাঁটাতারের পাশে সমবেত হয়ে বসে ঢোল, গিটার আর বাঁশি নিয়ে বসা। মেধাচত্বর নামকরনও মস্ত অপরাধ হয়েছে, তাদের উচিত ছিল, আশিকি ২ এর মত করে প্রজন্ম চত্বর ২ নামকরন করা। এর মাঝেই চলতো, রাস্তায়, তরুনীদের গালে "বৈষম্যমূলক কোটা বাতিল করো" বলে আলপনা আঁকা। বিকেলের সূর্য্য ঢলার আগেই মুর্গী স্যরি শাহরিয়ার কবির, ডঃ জাফর ইকবালদের আমন্ত্রন করা, এবং আরিফ জেবতিক, ডাক্তার ইমরানদের সভায় হাজির করা, আর ওদিকে অমি পিয়াল আর শমি কায়সারের জামাইকে ৭১'র টিভি'র সেটে পাঠানো। উপরের ফর্মুলাগুলো ফলো করলে আন্দোলনে'র লক্ষ্য কি হবে সেটা নিয়ে ততক্ষনে জমির চাচারা ঢাঃবিঃ'র ছাত্রলীগের সভাপতি- সম্পাদকসহ হাজির হয়ে যেত! থাকতো বাকী শুধু গভীর রাতে অরুন চৌধুরীদের খোয়াড়ে কিছু বিপ্লবীকে পাঠিয়ে পরদিন প্রত্যুষে প্রথম আলো'তে ফেভারেবল হেডিং ছাপানোর ব্যাবস্থা করা। ----- তাহলেই হতো ৪ স্তরের নিরাপত্তাবিশিষ্ট, পারফিউম ও বিরিয়ানী'র গন্ধে মৌ মৌ করা, নাচে-গানে ভরে ওঠা অপূর্ব এক 'সফল শাহবাগ আন্দোলন'।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।