ব্লগে অনিয়মিত। সবাইকে ঈদ মোবারক। আপনাদের সবার ঈদ আনন্দময় হয়েছে বলেই আমার বিশ্বাস। কিন্তু ঈদের সময়টাতেও যেই পরিমান কাঠালপাতার সংকট দেখা দিয়েছে, তাতে আমি আর টিকতে পারলাম না। আমার একটা পার্টটাইম ব্যাবসা আছে মূলতে সারা বছর ধরে চলতে থাকা এই কাঠালপাতা সংকট নিয়েই।
দেশের একটা বৃহৎঅংশ যেভাবে পুষ্টিহীনতায় ভুগছে তাতে আমার এই ক্ষুদ্র ব্যাবসা কিছুটা কাজে লাগতে পারে।
গত রোজার ঈদের সময়কার ঘটনা, হাতে কিছু টাকা ছিলো, একটা ম্যাক্রো লেন্স কিনবো বলে জমিয়েছিলাম। হটাৎ মাথায় বুদ্বি আসলো এই অলস সময়টা একটা ছোটখাট ব্যাবসা করি, কপালে থাকলে লাভ হবে আবার সময়টাও ভালো কাটবে। ক্রমবর্ধমান চাহিদা, টানা ৯ দিনের ছুটি আর হাতে থাকা কিছু টাকা এই তিনের মিশ্রনে আমার নতুন ব্যাবসার প্রসব ঘটল। আমার কোম্পানীর নাম "হাসান এজেন্সীজ"
গাজীপুর, শ্রীপুর অন্চল থেকে তাজা দেশী কাঠাল পাতা বিভিন্ন এজেন্টের মাধ্যমে সংগ্রহ করে টন্গীতে আমাদের ডিপোতে জমা করা হয়।
সেখান থেকে ডেলিভারী ভ্যানের(পা চালিত) মাধ্যমে চাহিদা অনুযায়ী তা গ্রাহকের কাছে পৌছে দিচ্ছি। আমাদের কাঠাল পাতা সম্পূর্নভাবে ভেজালবিহীন। এতে কোন ফরমালিন, এমোনিয়া বা কার্বাইড নেই। খাওয়ার আগে ধোয়ার প্রয়োজন নেই। ভেজাল প্রমানে কোম্পানী ১ লাখ টাকা জরিমানা দিতে বাধ্য থাকিবে।
আপনি জেনে কিছুটা আশ্চর্য হবেন যে "হাসান এজেন্সীস" একটি নাইএসও ২০০০ সার্টিফায়েড কাঠাল পাতা সরবরাহকারী প্রতিষ্টান।
কোরবানীর ঈদে কাঠাল পাতার ব্যাপক চাহিদার জন্য আমরা মগবাজারে নিয়মিত গ্রাহকদের কাছে কাঠালপাতা পাঠাতে পারবো না, এর জন্য হাসান এজেন্সীজ আন্তরিক ভাবে দূ:খিত। ঈদের শেষে আগামী সপ্তাহের শুরুতেই আমরা আপনাদের চাহিদা অনুযায়ী কাঠাল পাতা সরবরাহ করতে পারবো। আপনাদের খুব বেশী চাহিদার কারনে আমরা একটা ৫ টনি ট্রাক কিনেছি। ঈদের ছুটির পর আমরা সেটি আপনাদের সেবায় নিয়োজিত করবো।
আপনাদের পরিচিত কারো যদি কাঠালপাতা দরকার পড়ে তাহলে আমাদের হটলাইন ১৬৫২৫(টোল ফ্রী) ফোন করুন অথবা এসএমএস করুন "কাঠাল পাতা" ১৬৫২৫ নাম্বারে। ইমেইলে ও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমদের ইমেইল ঠিকানা ।
ছবিতে আমাদের এক ডেলিভারীম্যান এক ভ্যান কাঠালপাতা গ্রাহকের ঠিকানায় নিয়ে যাচ্ছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।