আমাদের কথা খুঁজে নিন

   

কোন অবস্থাতেহ তোমরা এতিমের সম্পদ আত্মসাৎ করোনা-মুহাম্মদ (সা।

’’যাহার হাতে আমার জীবন তার শপথ, কোন বান্দা পূর্ণ হমানদার হতে পারে না যে পর্যন্ত সে নিজের জন্য যাহা ভালবাসে তার অন্য ভ্রাতার জন্য তাহা ভাল না বাসে। বুখারী) (Jahar hatey amer jibon ter sopoth , kono bandha purno imandar hotey parena je projonoto se nijer jonno jaha valobashe ter onno vrater jonno taha valo na bashye.) (Bukhari) আমি সবসময়হ বলেছি-এহ বাংলায় কোন নারীহ ক্ষমতাবান নয়। তারা কেবল অন্যের ক্ষমতার উপর ভর করে দাড়িয়ে আছে। আমাদের হযরত মুহাম্মদ (সা ছিলেন এতিম। তাহ তিনি এতিমদের ভালবাসতেন আর এতিমদের অধিকারের কথা বার বার উচ্চারন করেছিলেন।

তিনি বিদায় হজ্বে তার শ্রেষ্ট মানবতাধর্মী ভাষনে এতিমদের কথা বলেছেন-তোমরা কোনভাবেহ এতিমদের সম্পদ আ্ত্মসাৎ করবে না। আজ আমার সন্তানেরা এতিম তাদের বাবা নেহ আর মাকেও হত্যা করা হয়েছে। তাহত আমি ওদের কষ্টটা অনুভব করতে পারি। আজ থেকে সারা পৃথিবীর সকল মসজিদ, মাদ্রাসার গরীব, দু:খী, অসহায়, বিপন্ন এতিমদের পাশে থাকব। ওরাহ আমার সন্তান।

আমাদের নবী মুহাম্মদ (সা আরও বলেন-যারা এতিমদের লালন পালন করেন সে নিজের হোক আর পরের হোক আল্লাহ তাহাকে জান্নাতবাসী করবেন। সুবানআল্লাহ  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।