talhadastone@gmail.com কয়েকদিন ধইরা সামুর কি হইল কে জানে। আগে সামুর পাতা উল্টাইতে থাকলে ফিভারিট পোস্টে ভৈরা যাইতো ব্লগ। আর এখন দেখি পাতা উল্টাইতে উল্টাইতে হাঁপায়া যাই, মাগার কোন পোস্টে ঢুকবারি মন চায়না। কাহিনী কি? সব হইল কপি-পেস্ট মার্কা পোস্ট। পত্রিকা থাইকা হাওলাত করা, আর নাইলে হুদ্দাই একটা হেডলাইন দিয়া পোস্টের ভিতরে লিংক ধরায়া দেয়া। এছাড়া তো আর কিছু পাইনা। ভালো ভালো লেখকরা কি আমগোরে থুইয়া গরুর হাটে গেলোগা নাকি?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।