ইদানীং রিকশাওয়ালাদের মেজাজ-মর্জি বোঝা খুব কষ্টকর। এই ঈদে রিকশা করে আপনাকে বিভিন্ন জায়গায় যেতে হতে পারে। তাই ঈদের রাশিফলে রিকশা-ভাগ্যটা জেনে রাখা অত্যন্ত জরুরি।
মেষ
রিকশাওয়ালার মন জয় হবে, ডাকার সঙ্গে সঙ্গে রিকশা পাবেন! তবে ভাড়ার পরিমাণ শুনে ঘাবড়াবেন না।
বৃষ
পরিচিত রিকশাওয়ালার সঙ্গে দেখা হয়ে যেতে পারে।
তবে সে আপনাকে তার রিকশায় না-ও তুলতে পারে। বিষয়টি তার একান্ত ব্যক্তিগত ব্যাপার।
কর্কট
রিকশাওয়ালার মন জয় করতে কঠোর পরিশ্রম করতে হবে। তবে ফলাফল শুভ। রিকশার সিট শেয়ার করার অনুরোধ পেতে পারেন।
লিঙ্গভেদে অনুরোধ রক্ষা করতে পারেন।
মিথুন
রিকশা ডেকেই যাবেন। রিকশাওয়ালা পাত্তাই দেবে না! মুখে থাকবে ‘যা, ফুট’ মার্কা অভিব্যক্তি। ‘অই, যাবি না ক্যান?’ বলে অনর্থক সময় নষ্ট করবেন না।
সিংহ
রিকশাওয়ালার সঙ্গে প্রেম শুভ! তবে দূরের যাত্রায় ভাড়াসংক্রান্ত জটিলতা দেখা দিতে পারে।
কন্যা
দ্রুত সফলতা পাবেন। ‘মেয়ে’ হলে ‘উঠেন আফা’ বলে আপনাকে রিকশায় তোলা হবে, আর ছেলে হলে রিকশায় তোলা হবে ঠিকই, তবে রিকশাওয়ালার মুখে থাকবে বিরক্তির ছাপ!
তুলা
শরীরের প্রতি যত্ন নিন! কারণ, ভাড়াসংক্রান্ত জটিলতায় হাতাহাতি হওয়ার উপক্রম হতে পারে। ভাড়ার পরিমাণ শুনে মাথা ঠান্ডা রাখবেন।
বৃশ্চিক
রিকশাওয়ালার পায়ে ধরে কাঁদলেও তার মন গলবে না। এর চেয়ে হণ্টন উত্তম।
তাই আরামদায়ক স্যান্ডেল পরতে ভুল করবেন না।
ধনু
আকস্মিকভাবে রিকশা পেয়ে যেতে পারেন! ঘাবড়াবেন না, সব রিকশাওয়ালা তো আর সমান নয়।
মকর
যথাযথ সম্মান পাবেন। এ জন্য মেয়েরা রিকশাওয়ালাকে ‘ভাই’, আর ছেলেরা ‘চাচা’ বলে সম্বোধন করুন। কণ্ঠে নমনীয়তা বজায় রাখুন।
কুম্ভ
সাবধান! দুর্ঘটনার আশঙ্কা! হয় রিকশার চাকা ফাটবে, নয়তো আপনি রিকশার নিচে পড়ে যাবেন! হাতের কাছে ব্যান্ডেজ রাখুন।
মীন
সময়, নদীর স্রোত আর রিকশা কারও জন্য অপেক্ষা করে না। তাই বলে থেমে থাকবেন না। একদিন না একদিন রিকশা পাবেনই…।
এ সপ্তাহের ছবি
কুসুম কুসুম প্রেম বা কুসুম কুসুম ভালোবাসার কথা আমরা অনেক শুনেছি; কিন্তু জিনিসটা দেখতে কীরকম তা কখনো কল্পনা করা যায়নি।
না, আপনাকে আর কল্পনা করতে হবে না। দেখে নিন কুসুম কুসুম ভালোবাসা আসলে দেখতে কী রকম
লিখেছেন বিশিষ্ট গণক নাসিফ চৌধুরী
সূত্র: দৈনিক প্রথম আলো, অক্টোবর ৩১, ২০১১ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।