আমাদের কথা খুঁজে নিন

   

অজগরের পেটে হরিণ!

প্রাণখোলা হাসির শব্দ শুনতে ভালোবাসি তবে সে হাসি হতে হবে স্বর্তস্ফূর্ত এবং মুখ খুলে। মুখ টিপে হাসার চেয়ে অট্টহাসিই আমাদের সত্যিকার প্রভাবিত করে এবং হাসির সংক্রমণ ঘটায়। ফ্লোরিডার বনে ১৬ ফুট লম্বা এক অজগরের পেটে পাওয়া গেছে ৭৬ পাউন্ড ওজনের এক হরিণের বাচ্চার অক্ষত মৃতদেহ। পশ্চিমাঞ্চলীয় মিয়ামি ডেড কাউন্টিতে একটি দ্বীপ থেকে গত বৃহস্পতিবার এই বিশাল সাপটি ধরে মেরে ফেলার পর তার পেটে হরিণের বাচ্চাটি আবিষ্কার করেন এভারগ্লেডস ন্যাশনাল পার্কের একজন জীববিজ্ঞানী ও অজগর বিশেষজ্ঞ। তিনি বলেন, কিছুক্ষণ আগে হরিনের বাচ্চাটি খাওয়ার কারণে সাপটির পেট খুব মোটা দেখাচ্ছিল। অজগর সাধারণত ছোট ছোট প্রাণী ও পাখি গ্রাস করে। কিন' এমন আকারের হরিণের বাচ্চা গিলে ফেলার ঘটনা বিরল। ফ্লোরিডা ফিস অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশনের বিষাক্ত প্রাণিবিষয়ক সমন্বয়ক স্কট হার্ডিন বলেন, আমাদের দেখা সবচেয়ে বড় সাপগুলোর মধ্যে এটি একটি। আমরা ১৬ ফুটের চেয়ে বেশি লম্বা সাপ এ পর্যন্ত দেখিনি। সূত্র : ইন্টারনেট and http://dailynayadiganta.com/details/8408

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।