আমাদের কথা খুঁজে নিন

   

স্ট্যাটাসটি পড়ে শিহরিত হলাম - অনলি ফর বিলিভারস

প্রথমত আমি খুবই বন্ধুত্বপূর্ণ। ওয়েব ডিজাইনের পাশাপাশি টু্রিজমের উপর কাজ করার ইচ্ছা আছে আমার। এ ব্যাপারে কেউ সাহায্য করলে চির কৃতার্থ থাকব। http://www.facebook.com/saintmartinbangladesh বান্দা যখন সুরায়ে ফাতেহা পড়ে তখন আল্লাহ বান্দার সাথে কথা বলতে থাকেন। বান্দা যখন পড়ে আলহামদু (সকল প্রশংসা) আল্লাহ বলেন লিমানিল হামদু? (সকল প্রশংসা কার জন্য?) বান্দা বলে লিল্লাহি (আল্লাহর জন্য) আল্লাহ বলেন মানিল্লাহ (আল্লাহ কে?) বান্দা বলে রাব্বিল আ'লামীন (যিনি বিশ্বজগতের পালনকর্তা) আল্লাহ বলেন হামিদানি আবদি (আমার বান্দা আমার প্রশংসা করেছে ) বান্দা বলে আর রাহমানির রাহীম (যিনি পরম করুণাময়, অতি দয়ালু) আল্লাহ বলেন আছনা আলাইয়্যা আবদি (আমার বান্দা আমার প্রশংসা করেছে) বান্দা বলে মালিকি য়াওমিদ্দীন (যিনি বিচার দিবসের মালিক ) আল্লাহ বলেন মাজ্জাদানি আবদী (আমার বান্দা আমাকে মহিমান্বিত করেছে) বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন (হে আল্লাহ শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমার কাছেই সাহায্য চাই।

আল্লাহ ফেরেশতাদের ডেকে বলেন দেখ, আমার এ বান্দা আমার প্রশংসা করেছে, সে কেবল আমারই ইবাদত করে এবং আমার কাছেই সাহায্য চায়। অত:পর তিনি বান্দাকে সম্বোধন করে বলেন , হে বান্দা আমি তোমার উপর খুশি হয়ে গেলাম, বল তুমি আমার কাছে কী চাও? বান্দা বলে ইহদিনাস .... হে আল্লাহ আমাকে সরল সঠিক পথে পরিচালিত কর তাদের পথে যাদের উপরে তুমি নিয়ামত দান করেছো যাদের উপর তোমার ক্রোধ নিপতিত হয়নি এবং যারা পথভ্রষ্ট ও হয়নি। আমীন ! (হে আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল কর) *বড় দুর্ভাগা সে বান্দা যে তার মালিককে চিনতে পারল না। আমরা যদি দুনিয়ার পিছনে পড়ে আল্লাহকে ভুলে যাই তো ক্বিয়ামতের ময়দানেও আল্লাহ আমাদেরকে ভুলে যাবেন, আমাদের সাথে অপরচিতের মত ব্যবহার করবেন, দূর দূর করে তানড়িয়ে দিবেন। আসুন আমরা আল্লাহর সাথে পরিচিত হই, আল্লাহর সাথে সম্পর্ক করি, আল্লাহর সাথে মুহাব্বত তৈরী করি, যে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেল তার মত হতভাগা আর কে হতে পারে? হে আল্লাহ তুমি আমাদের ক্ষমা কর, আমাদের রহমত কর, সুখে দুখে সবসময় যেন তোমাকে মনে রাখতে পারি সেই তাওফীক দান কর, আমীন।

আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমাদের ভালবাসেন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.