আমাদের কথা খুঁজে নিন

   

Zekr (কুরআন চর্চা এবং শেখার এক অসাধারন সফটওয়্যার)

দেখা যত ছবি, শোনা যত শব্দ, হৃদয়ের সব উপলব্ধি, আর যত এলোমেলো ভাবনা * লেখা পড়ার পর সবাই একটু কষ্ট করে শেয়ার করে সাওয়াবের ভাগীদার হতে পারি খুব সহজেই, যারাই এই ছোট প্রচেষ্টায় সাহায্য করবেন তাঁরা সবাই আল্লাহ'র কাছে এর প্রতিদান পাবেন নিশ্চিতভাবে। * একটি চমৎকার সফটওয়্যার এর সাথে সবার পরিচয় করিয়ে দেব, একটি পরিপূর্ণ কুরআন অনুশীলনের প্রোগ্রাম যা আমাদের সবার কম্পিউটার এ থাকা প্রয়োজন। এতে কুরআনের প্রতিটি আয়াত পড়া, দেখা, শোনা, এবং খোঁজার সুযোগ আছে। সব মিলিয়ে একটা অসাধারন প্রযুক্তি যা কুরআনের প্রতিটি বার্তা আমাদের কাছে সুন্দরভাবে উপস্থাপনে সক্ষম। এখন আমাদের যা করতে হবে তা হল প্রথমেই সেই সফটওয়্যার টি নামিয়ে নিতে হবে।

ওয়েবসাইট- http://zekr.org/quran/en/quran-for-windows বা সরাসরি লিঙ্ক- Click This Link ছবি দেখুন - View this link উপরের ছবির লিঙ্ক এ ক্লিক করলেই পাওয়া যাবে, মাত্র ৮.২ মেগাবাইট। তো নামানোর পর ইন্সটল হয়ে গেলে আমাদের সামনে নিচের ইন্টারফেস আসবে। ছবি দেখুন - View this link প্রথমে আমরা কুরআনের আয়াত এবং ইংরেজি অনুবাদ পাব এখানে(ডিফল্ট), তবে এর জন্য বাংলা সহ বিভিন্ন ভাষায় language pack আছে, এই লিঙ্ক এ - http://zekr.org/resources.html#translation সরাসরি লিঙ্ক- http://tanzil.net/trans/bn.bengali.trans.zip ছবি দেখুন - View this link এবার বাংলা অনুবাদ যোগ করে নিতে হবে এভাবে- ছবি দেখুন - Click This Link tools থেকে translation এ গিয়ে নামানো bn.bengali.trans.zip ফাইল টা ওপেন করতে হবে। এবার view থেকে বাংলা অনুবাদ select করতে হবে। ছবি দেখুন - View this link এবার আপনি যেকোনো সুরার যেকোনো আয়াত খুঁজে পড়তে বা তার অর্থ বুঝতে পারবেন মাত্র কয়েকটা ক্লিক এ! আর সেই সাথে search ব্যবহার করে যেকোনো বিষয়ের উপর আয়াতসমুহ খুঁজে পাবেন খুব সহজে।

search এ translation সিলেক্ট করে লিখে দিন "নামায" , ছবি দেখুন - View this link এরপর পাশে দেখা যাবে নামায শব্দটি আছে এমন সব আয়াতগুলো লিস্ট আকারে দেখানো হচ্ছে। ছবি দেখুন - Click This Link আর সেই সাথে কুরআন শুনতে চাইলে http://zekr.org/resources.html#translation লিঙ্ক থেকে অডিও নামিয়ে নিতে পারবেন। আল আফাসি লিঙ্ক- Click This Link আর ঠিক অনুবাদ যোগ করার মত tools থেকে recitation এ গিয়ে ওপেন করতে হবে। (ছবি উপরে আছে) আর audio থেকে আপনার নামানো সিলেক্ট করে দিতে হবে এভাবে ছবি দেখুন - View this link কাজ শেষ, এবারে শুরু হয়ে যাক কুরআনের চর্চা। নিজেরা চেষ্টা করি এবং শেয়ার করে অন্যদের জানাই, আল্লাহ আমাদের সবাইকে সৎপথ প্রদর্শন করেন এবং সেই পথে চলার তাওফিক দেন, আমিন।

** ছবি আপলোডের সমস্যার কারনে ছবির লিঙ্ক দিতে হল, ছবিসহ লেখা পড়তে ক্লিক করুণ- View this link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।