শফিক হাসান গল্পের ছোটকাগজ ‘প্রকাশ’-এর বর্ষ ৮, সংখ্যা ৫ বেরিয়েছে। এ সংখ্যায় স্থান পেয়েছে সাক্ষাৎকার, প্রবন্ধ, গল্প, অনুগল্প, রম্যগল্প, গল্পভাবনা, গ্রন্থালোচনা। আশির দশকের গল্পকার মনি হায়দার-এর সাক্ষাৎকার নিয়েছেন আঁখি সিদ্দিকা ও এহসান হায়দার; প্রবন্ধ লিখেছেন অনুপম হায়াৎ, বদরুল হায়দার, পিন্টু রহমান, বাপ্পী জোয়ার্দ্দার; গল্প লিখেছেন মনি হায়দার, হাসান অরিন্দম, মাইনুল এইচ সিরাজী, মুস্তাফা জামান আব্বাসী, রোহিত হাসান কিছলু, মনি অধিকারী, য়পূর্ণ রুবেল, আশিক আকবর, আলাউল কবীর, নূর কামরুন নাহার; অনুগল্প লিখেছেন জমাদ্দার কাব্য, জয়দীপ দে শাপলু, জুয়েইরিযাহ মউ; রম্যগল্প লিখেছেন আহসান হাবীব, রুমানা বৈশাখী; গল্পভাবনা লিখেছেন এম ফজলুল্লাহ, ইশতিয়াক আহমেদ, ইমন চৌধুরী; গল্পবইয়ের আলোচনা করেছেন দীপান্বিতা রায় (শব্দকরের আকাশবাজি/তাপস মজুমদার) ও সৈয়দ শিশির (ঘণ্টার হিসাবে একটি ভালো না বাসার গল্প/য়পূর্ণ রুবেল)। শফিক হাসান সম্পাদিত এ পত্রিকাটির প্রচ্ছদ এঁকেছেন নাজিয়া আন্দালিব প্রিমা। পাওয়া যাচ্ছে : জনান্তিক, ৫০ আজিজ সুপার মার্কেট (নিচতলা), শাহবাগ, ঢাকা ১০০০।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।