আমাদের কথা খুঁজে নিন

   

সুপারজুম (Semi DSLR) বা DSLR ক্যামেরা কিনতে চাই। অভিজ্ঞ ফটোগ্রাফার ব্লগারগণ একটু হেল্পান পিলিজ।

God's rules for traveling the road of life: STOP at least once a day, LOOK for the beauty around you, LISTEN to what your heart is saying. অনেক দিনের ইচ্ছা একটা ভালো মানের ক্যামেরা কিনবার। সাথে ফটোগ্রাফির হাতেখড়ি করা। যার কারনে খারাপ মানের ক্যামেরা না কিনে মোবাইল ক্যামেরা দিয়ে কাজ চালিয়েছি এতদিন। সুপারজুম (Semi DSLR) বা DSLR উচ্চ দামের কারনে ইচ্ছা থাকলেও কেনা সম্ভব হয় নি। যাইহোক অবশেষে ৩৫০০০-৪০০০০ টাকা বাজেট রাখছি একটা ভালো মানের ক্যামেরা কেনার জন্য। গত এক মাস যাবত আইডিবি আর অন্যান্য মার্কেট ঘুরে পছন্দ করছি কিছু সুপারজুম ক্যামেরা (DSLR এর দাম অনেক হবার কারনে) , যেগুলোর কনফিগারেশন মোটামুটি কাছাকাছি , পার্থক্য শুধু দামে। নিচে সেগুলর বর্ণনা দিলাম... ১. Nikon Coolpix P500 (পছন্দের দিক থেকে প্রথম) Details Web Link: Nikon Coolpix P500 In IDB, Flora Limited Price: 34000 taka Camera Zone(Baitul Mokarrom): 34000 taka Others Shop Price: Varies 35000-36000 taka 2. Canon PowerShot SX40 HS (পছন্দের দিক থেকে 2nd) Details Web Link: Canon PowerShot SX40 HS Price (40000) almost same as every shop in BD but Camera Zone offers 2000/- less. 3. Sony Cyber-shot DSC-HX100V (পছন্দের দিক থেকে প্রথম ছিল কিন্তু বাংলাদেশ কম পাওয়া যায়, গেলেও দাম বেশি যদিও কনফিগারেশন প্রায় একই ) Details Web Link: Canon PowerShot SX40 HS PRICE MORE THAN 40,000 TAKA Comparison Between Nikon P500 and Canon PowerShot SX40 HS Comparison Between Nikon P500 and Sony Cyber-shot DSC-HX100V DSLR ক্যামেরা কি ৩৫০০০-৪০০০০ বাজেটে কেনা সম্ভব? সুপারজুম (Semi DSLR) কোনটা কেনা ভালো হবে? অভিজ্ঞ ফটোগ্রাফার ব্লগারগণ একটু হেল্পান পিলিজ। খুবেই ঝামেলার মধ্যে আছি বুঝতে পারছি না। একটু হেল্পান এই নাদানরে। (E-mail or Contact Number দিলে খুবেই ভালো হয়)  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।