কিছুই বলার নেই........ আবিদ ছিল আমাদের কলেজের সবচেয়ে মেধাবী ছাত্র। তবে সৃষ্টিকর্তা যেন তার ভিতরে শুধু মেধাই ঢেলে দেননি মানুষকে মুগ্ধ করার এক মায়াবী কৌশলও তার ভিতরে ইস্টল করে দিয়েছিল হয়তো। তা না হলে মানুষকে খুব সহজে এবং এক দেখাতেই মানুষকে আপন করে নিত কিভাবে। কলেজের সমস্ত ছাত্র-ছাত্রীদের সাথে তার কি যে সখ্যতা। মাঝে মাঝে ইর্ষাণ্বীত হতাম ওকে দেখে! কিন্তু আমিও যে ওর একজন ভাল বন্ধু।
যেকোন বিপদে আপদে সুখ দু:খে কাছে পেতাম যে তাকে তাই......।
ভর্তি পরীক্ষার জন্য আমরা যখন পাগলা কুত্তার মত হন্যে হয়ে ঘুরছি ঠিক তখনই মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফলাফল দিল। নামাজ-কালামের ধারের কাছেও যাই না আমি। কারণ আল্লাহর কাছে আমার তেমন কিছু চাওয়ার নেই। তাছাড়া অন্যায়-অকামও খুব একটা করি না যে পাপমোচনের জন্য দৈনিক পাঁচবার মসজিদে দৌড়াতে হবে! বিশ্বাস করেন মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের সাথে সাথে আমি দুই রাকাত নফল নামায আদায় করে আবিদের জন্য দুয়া করি যেন তার মেডিকেলে চান্স হয়।
যদিও সুরা কেরাত ভালভাবে পারি না! এই অধমের দু'য়া আল্লাহর কান পর্যন্ত পৌছাইছে কি'না জানি না তবে আবিদের কাছ থেকে মিষ্টি খাওয়ার সৌভাগ্য হয়েছিল। চান্স পেল চমেক এ।
ভালই হলো। এভাবে চলছিল সবকিছু ঠিকঠাক। মাঝে মধ্যেই ওর সাথে ফোনে কথা হতো, চ্যাট হতো ফেইসবুকে।
এলাকায় গেলে দেখা হতো কমন ছুটিগুলোতে আড্ডা হতো চা হতো....একসাথে।
হঠাৎ প্রথম আলোর সংবাদটা পড়ে থ খেয়ে গেলাম। মুখের ভাষা হারিয়ে গেল। আমি কিছুই বলতে পারছি না.......। ছাত্রলীগের সোনার ছেলেরা না'কি রাত্রিভর মুজিবের আদর্শ চর্চা করেছে আমার বন্ধু আবিদের উপর।
যার ফলশ্রুতিতে আবিদ এই মহান আদর্শের উর্ধ্বে চলে গেলে আমাদের সবাইকে ছেড়ে.....দুর বহু দুরে। যেখানে নেই কোন ভেদাভেদ নেই কোন হিংসা যেখানে সবাই এক......একাত্ন।
যেই আদর্শ মেডিকেলের মেধাবী ছাত্রের জীবন ছিনিয়ে নেয়, যেই আদর্শ রাস্তায় সাপের মত মানুষ মারার বৈধতা দেয়, যেই আদর্শ আইনজীবির প্রাণ কেড়ে নেয়, যেই আদর্শ গণমাধ্যমের স্বাধীনতা হরণ করে, যেই আদর্শ দেশকে জেলখানা বানিয়ে ফেলে সেই আদর্শ তরুন সমাজ কিভাবে অনুপ্রাণিত হবে সেই প্রশ্ন আজ রেখে গেলাম।
বি.এন.পি হরতাল ডাকে জনগনকে সাথে নিয়ে, আওয়ামীলীগ সেটাকে বাধা দেয় জনগনকে সাথে নিয়ে। সরকার যুদ্ধাপরাধের বিচার করে জনগনে দাবী পূরণের জন্য আবার জনগনই বিক্ষোভে ফেটে পড়ে যুদ্ধপরাধীদের বাচানোর জন্য!
আমরা হলাম সেই জনগন! যারা হল দাবার গুটি! রাজনীতিকরা আমাদের নিয়ে দাবা খেলে।
বাহ্ কি সুন্দর গণতন্ত্র এখানে অবাক করা স্বাধীনতা।
দ্র: কারো সাথে মিলে গেলে কাকতলীয় ব্যাপার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।