আমাদের কথা খুঁজে নিন

   

♣ প্রিয়তমেষু (প্রেম পত্র নয়, বর্ষপূর্তিতে এটি একটি অভিমান পত্র !) ♣

নহি দেবী, নহি সামান্যা নারী। প্রিয়তমেষু, লাভ এ্যাট ফার্স্ট সাইট বলে একটা কথা আছে না?! ওটা আমি আগে কখনো সেভাবে বিশ্বাস করতাম না। কিন্তু পাড়াত ছোট ভাইয়ের দেয়া ঠিকানায় যেয়ে তোমাকে দেখে প্রথমে বুঝতেই পারি নি, এ আমার কার সাথে পরিচয় হলো। দিন নেই, রাত নেই শুধুই তোমার কথা ভেবেছি। সম্পর্কটা তোমার সাথে আমার আজকে দেখলাম দুই বছর হতে চলল।

অনেক ভালোবাসা যেমন পেয়েছি, অনেক সম্মানও যেমন পেয়েছি, তেমনি অনেক অবহেলা, অনেক অবজ্ঞা, অনেক অসম্মানও পেয়েছি। বিশ্বাস করো, আমার এই জীবনে এতো অসম্মান আমি এর আগে আর কোথাও থেকে পাইনি ! কতোদিন ভেবেছি এতো অসম্মানের, এতো অবজ্ঞার এই সম্পর্ক আর রাখবো না। কতোবার তোমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি। সে সময়গুলোতে লুকিয়ে লুকিয়ে তোমাকে দেখতাম! আমি সত্যিই পারিনি তোমাকে ছেড়ে, তোমাকে ভুলে একটাদিনও থাকতে। কতো পাড়ার চেষ্টা করেছি।

কিন্তু পারছি কোথায় বল। সম্পর্কে জড়িয়ে রাখার ক্ষমতা তোমার সত্যিই অদ্ভুত! কি যাদু জানো বলতো?! আমাকে বিদ্যার জাহাজ বানাতে তুমি যেন উঠে পড়ে লেগেছ! এতো পড়ার সীমাহীন সিলেবাস তুমি আমায় ধরিয়ে দিয়েছো যে, এখন নিজের পড়া তৈরীর পাশাপাশি সেই বিশাল সিলেবাসও আমায় হজম করতে হচ্ছে ! আমার কষ্ট হয় না বুঝি! রাত জাগলে আমার চেহারা নষ্ট হয়ে যাবে! সেই নিয়ে তোমার সে কি দুশ্চিন্তা! কতো মিষ্টি করে তুমি আমায় বোঝালে যেন তোমার সাথে কথা বলতে বলতে বেশি রাত করে না ফেলি। জানো, কিছুদিন সত্যিই আমি তোমার কথা মেনে চলেছি। এখনও কেউ রাত জাগা নিয়ে কথা বললে তোমার কথাই প্রথম মনে হয়। মাঝে মাঝে তোমার রূঢ় আচরণে আমার যে কি প্রচন্ড কষ্ট হয়! তুমি বুঝতে পারো না!? আমি তোমার গত কয়েক বারের দেয়া কষ্টগুলো ভুলতে পারিনি! কতোটা অভিমান করলে তুমি বুঝতে পারবে তাই ভাবছি! আমার অভিমানগুলো কি সত্যিই বুঝতে পারো?! আমি মনে হয়, তোমাকে ছেড়ে এই ইহজনমে আর কোথায়ও যেতে পারবো না ইতি, তোমারই আরজুপনি পুনশ্চ: আরজু আর পনির মাঝে স্পেসটা তো তুমিই করে দিতে পারো! নাকি স্পেস ছাড়াই আমাকে ডাকতে পছন্দ করো! ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥ সাধারণত বর্ষপূর্তি পোস্টগুলোতে প্রিয় ব্লগারদের কথা বলা হয় , যাদের ভালোবাসায় পুরো বছর ধরে ব্লগিং করাটা অনুপ্রেরণার ছিল তাদের সবার কথা বলা হয় ।

কিন্তু সেই নামের সংখ্যাটা আমার লিস্টিতে এতো বিশাল যে, শুধু নাম প্রকাশ করে কৃতজ্ঞতা করা আমার এই ক্ষুদ্র সামর্থ্যে সম্ভব নয় । কিন্তু কিছু কথা না বললেই নয় । আমার ব্লগে যারা এতোদিন কমেন্ট করেছেন আর ব্লগিং অব্যাহত রাখলে যারা কমেন্ট করবেন তারা আমার শুভাকাঙ্খি বলেই যা লিখেছি, যা পোস্ট করেছি তাতেই বিভিন্নভাবে অনুপ্রেরণা দিয়েছেন। যারা কঠিনভাবে বলে গেছেন তাদের কথাকে বাহ্যিকভাবে আক্রমণ মনে হলেও আমার কাছে সেসব আশীর্বাদ এ কারণেই যে, আক্রমণাত্নক মন্তব্যগুলো সামনের সময়ে আমাকে আরো আত্নবিশ্বাসী হয়ে ব্লগিং চালিয়ে যেতে সহায়তা করেছে। অনেকেই আমার ব্লগ পোস্টে কমেন্ট করেছে যাদের ব্লগে কমেন্ট করা হয়ে উঠেনি, এ আমার একেবারেই অনিচ্ছাকৃত...সময়ের সীমাবদ্ধতার জন্যে ।

কখনো কখনো প্রিয় ব্লগারদের ব্লগেও কমেন্ট করতে পারি নি বা অনেক দেরী করে কমেন্ট করেছি। আবার অনেক অচেনা ব্লগারের পোস্টে ইচ্ছে করেই একাধিক মন্তব্য করেছি তাকে প্রমোট করার জন্যে । যেনো তার ভালো লেখা অন্যদের চোখে পড়ে। তবে নিজে ছাই পাশ যাই লিখেছি কিন্তু আমার আন্তরিক প্রচেষ্টায় অন্যেদেরকে ব্লগিংয়ে অনুপ্রেরণা দেবার কার্পন্য ছিল না কখনোই । ।

পরিশেষে সবার জন্যে রইল আশা জাগানিয়া শুভেচ্ছা ।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৫০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।