আমরা খেলেছি পুরোনো সে খেলা রাতের আঁধারে লজ্জায় দেখেছি সে খেলা দিনের আলোতে, আয়নায় প্রতিবিম্বে- আমরা সে খেলা জলেও খেলেছি, খেলেছি ঘাসের শয্যায়। আমরা খেলেছি মানুষের প্রতি শ্রদ্ধায়, ঈশ্বর প্রাণী প্রকৃতির মতো ভালোবেসে সারা বিশ্ব তারা তো জানেনি আমাদের কথা দেখেছে শুধুই দৃশ্য। আমরা খেলেছি কল্পনা মেখে রঙে ও রঙিন স্বপ্নে এলোমেলো চুল বাদামী না লাল- বিহ্বল বুঝি সঙ্গী আমরা খেলেছি আনন্দঘন জটিল শরীরী ভঙ্গী। পবিত্র যতো সৃষ্টির মতো দেবতার রথচক্রে ছয় হাত পায়ে খেলেছি আমরা ছয় ডানা মেলে শূন্যে মাথার উপরে স্বর্গ কুপিত- পৃথিবীর পাপ পুণ্যে। মূল: ইয়াহুদা অ্যামিচাই অনুবাদ: ফরিদুর রহমান
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।