http://www.myspace.com/423882880/music/songs/31785002
আমরা ভাষাহীন। আবিদের মাকে কোনো স্বান্তনা দিতে পারিনি!!
ক্লোজআপ তারকা, প্রতিভাবান তরুণ কন্ঠশিল্পী আবিদ আমাদের ছেড়ে চলে গেছেন গত জুলাই মাসে। প্রায় তিনমাস পর প্রকাশিত হলো তার রবীন্দ্রসঙ্গীতের নতুন অ্যালবাম "নব আনন্দে জাগো"। গতকাল গুলশানের টপক্যাপী রেস্তোরায় অ্যালবামের মোড়ক উন্মোচনের আনন্দ ম্লান হয়ে গিয়েছিলো উপস্থিত সবার বেদনাবিধুর নিশ্চুপতা আর আবিদের মায়ের বুকভাঙ্গা আর্তিতে।
অনুষ্ঠানে আবিদের অ্যালবামের গান পরিবেশন করেন আবিদেরই আপন ছোট ভাই বাঁধন।
বাঁধনের কন্ঠে "আমারও পরানো যাহা চায়" শুনে মনে হলো যেন আবিদ ফিরে এসেছে।
ছবি : বাঁধন (মাঝ খানে)
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবিদের বাবা মিনা মিজানুর রহমান। এছাড়া, একঝাঁক তারকা- মামুনুর রশীদ, শাকিলা জাফর, সামিনা চৌধুরী, পার্থ বড়ুয়া, প্রিন্স মাহমুদসহ আবিদের ক্লাজআপ ওয়ান সহশিল্পীরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অভিনেতা ও নাট্যকার মামুনুর রশীদ। পাশে আবিদের বাবা (ডানে) এবং প্রিন্স মাহমুদ (বামে)।
পার্থ বড়ুয়া, প্রযোজক তানভীর খান এবং ক্লোজআপ ওয়ানের শিল্পীরা।
অনুষ্ঠানে আবিদের পরিবারের বন্ধু এবং অভিনেতা মামুনুর রশীদ জানালেন, "নব আনন্দে জাগো" আবিদের সর্বশেষ রবীন্দ্রসঙ্গীত অ্যালবাম হলেও ৩ মাস পর আসছে আবিদের আরো একটি অ্যালবাম।
"নব আনন্দে জাগো" - আবিদের স্বপ্নের অ্যালবাম প্রজেক্ট। আমরা নিশ্চয়ই আবিদকে ভালোবেসে ওর স্বপ্নের স্মারকটুকু্ নিজ নিজ সংগ্রহে রাখবো।
ছবি : লেখক ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।