আমাদের কথা খুঁজে নিন

   

ইলিশ-সময়

(আমার) পুরোনো কুড়িটি বছর মাকড়সার জালের মত আটকে আছে অতীতে জীবনের সাথে ছুটছে শহরের ব্যস্ত পথে ধুলোর ঢেউ গুনতে গুনতে... পিছু ছাড়ে না কিছুতেই! ক্লান্ত এখন আমার বর্তমানগুলো! কুচকে থাকে বিহ্বল চোখ রাতের বিছানায়... পরিপাটি স্বপ্নেরা হানা দেয় স্তম্ভিত অন্ধকারে সেই অন্ধকারেই আমি বিভোর হই ইলিশ ঘুমে! (ক্ষণস্থায়ী ইলিশ-প্রাণ) (আমার) ঘুমের ভেতর ইলিশ সাঁতার কাটে ইলিশের ভেতর আমি... মাকড়সার জালের ভেতর আটকে যাওয়া মুহূর্তগুলো আমার বর্তমান কে শোষণ করে নির্বচারে! স্বপ্নের পলেস্তেরা এভাবেই ক্ষসে পড়ে (অতীতের আহ্বানে) প্রতিটি দিন থেকে... ২৬/১০/'১১

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।