আর মাত্র কিছুদিন পর নারায়নগন্জ সিটি নির্বাচন । দেশের বহুল আলোচিত এই নির্বাচনে মেয়র পদে মোট প্রতিদন্দিতা করছে ৬ জন প্রার্থী। এর মধ্যে আওয়ামী লীগের ২ জন বি এন পির ১ জন ইসলামী দলের ১ জন বাকী ২ জন স্বতন্ত্র। টিভিতে বসে গত কয়েকদিন যাবত প্রার্থীদের নির্বচনী বিতর্ক শুনলাম। যার মধ্যে প্রায় সব কটিতেই বি এন পি ও আওয়ামী লীগের ৩ প্রাথীকেই দেখা যেত।
তাই স্বতন্ত্র প্রাথীদের বেপারে জানতাম না।
মানুষ চায় পরিবর্তন। বি এন পি ও আওয়ামী লীগের বাইরে যেগ্য প্রার্থী। যাতে দেশের গতানুগতিক ধারার পরিবর্তন হয়। কিন্তু কাকে ভোট দিবেন আপনি।
নারায়নগন্জের স্বতন্ত্র ২ প্রার্থীদের দেখে মেজাজ টা খারাপ হয়ে গেলো। শালারা কথাই বলতে পারেনা। সিটি চালাবে কিভাবে। না আছে পরালেখা, না আছে কোন যোগ্যতা। আমরা যারা পরিবর্তন পরিবর্তন বলে চিল্লাচ্ছি আমরা কেন যোগ্য নেতৃত্য আনার বেপারে যোগ্যদের নির্বাচনে দারানোর বেপারে উতসাহিত করিনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।