আমাদের কথা খুঁজে নিন

   

জটিল Parody বেলা বোস

YOU CAN DO ANYTHING, BUT NOT EVERYTHING ‎”Account” টা আমি খুলে ফেলেছি বেলা শুনছো ?? এখন আর কেউ আটকাতে পারবেনা, Pro Pic টা এইবার তুমি পাল্টে দিতে পারো সবাইকে বলে দাও Single তুমি আর থাকছোনা । Account টা আমি করে ফেলেছি বেলা সত্যি আর মাত্র কয়েক টা স্টেপ ব্যাস, “Starting” এই আমি “Message” দিয়েছি … কিছুদিন পর দিব “Wall Post” চুপ করে কেন বেলা কিছু লিখছোনা না ?? হ্যা-লো!!! এটা কি ডব্লিউ ডব্লিউ ডব্লিউ ডট ফেইস বুক ডট কম্?? বেলা বোস তুমি পাচ্ছো কী পরতে ?? ১০-১২ টা “Fake ID” পেরিয়ে তোমাকে পেয়েছি দেবোনা কিছুতেই আর “Block” করতে !! হ্যা-লো !!! এটা কি ডব্লিউ ডব্লিউ ডব্লিউ ডট ফেইস বুক ডট কম্?? দিন না করে বেলাকে “Online” একটি বার !!! এই মেগাবাইট যাচ্ছে কমে আমার গ্রামীন মোডেমে খুজছি কেবল বেলার “Timeline” !!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।