আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে হাঁটার রাস্তাটাও দখল...............

নিজে ঠকতে পছন্দ করি, কাউকে ঠকাতে না। দিনদিনই বাড়ছে রাজধানির রাস্তায় গাড়ির ব্যাস্ততা, তারসাথে পাল্লা দিয়ে বাড়ছে মোটোরসাইকেল। দুচাকার এই যান দিয়ে খুব সহজেই ফাঁক ফোঁকড় গলে বেরিয়ে যাওয়া যায়। আর এতে বেচে যায় অনেক সময়ও। কিন্তু এর রয়েছে কিছু বিপরিত দিকও, অধিক সময় বাচাতে গিয়ে মোটোরবাইক চালকরা উঠে আসছে দুপাশের হাটার রাস্তাগুলোতে। আর মানুষজনের পেছনে এসে এমনভাবে হর্ন বাজাতে থাকে যেন তাদেরকে সাইড না দেয়াটা সাধারন মানুষের বিরাট মাপের অন্যায়। আমরা যারা স্বাধারন জনগন, মাঝে মাঝে ইচ্ছে করে এমন মোটোরবাইক চালকদের থামিয়ে গালের মধ্যে মারি একটা থাবরা..... কিন্তু মারিনা এই ভেবে যে, অনেকেই এসব রাস্তায় উঠে বাধ্য হয়ে..... কিন্তু কে যে বাধ্য হয়ে আর কে যে ইচ্ছে কোরে এমন করে সেটা বুজতে পারিনা বলেই তাদেরকে কিছু বলা হয়না। তবে যারা এটা করে তাদের ন্যায় বিবেচনাই আমাদের একান্ত কাম্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।