কত কিছুই তো লিখলাম !! সামুতে আমার বয়স ১ বছরও হয়নাই, এখনই পিকনিক নিয়ে লাফালাফি করাটা হয়ত বাড়াবাড়ি মনে হতে পারে। কিন্তু গত কয়েকবারের পিকনিক সম্পর্কে পুরোন পোস্টে ব্লগারদের চরম আগ্রহ দেখে আগামীবারের পিকনিক সম্পর্কে লেখার লোভ সামলাতে পারলাম না। কোন কারণে গতবারের পিকনিক হতে গিয়েও হয়নাই। যাই হোক নভেম্বর প্রায় চলেই এসেছে, হালকাপাতলা শীত টের পাচ্ছি। অভিজ্ঞ ব্লগারগণ '১২র পিকনিক নিয়ে কিছু ভাবছেন কিনা জানিনা, তবে এবার যদি কিছু সময় আগে থেকেই পিকনিকের ব্যাপারে প্রস্তুতি নেয়া যায় তবে হয়ত শেষদিকের যেমন তাড়াহুড়োর ঝামেলা এড়ানো যাবে তেমনি ঠিক সময়ে পিকনিক স্পটও খুঁজে পাওয়া যাবে। তাই অভিজ্ঞ ব্লগারগণ আমার মত এই অনভিজ্ঞ ক্ষুদে ব্লগারের প্রস্তাব যাচাই করে দেখবেন আশা করি। দয়া করে আপনাদের মতামতটাও জানাবেন। একটা মিটিংএ বসা গেলে হয়ত সুবিধা হইত, যাই হোক পুরাতন ব্লগারগণ কমেন্টান
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।