আমাদের কথা খুঁজে নিন

   

পিকনিক মিটিং

www.cameraman-blog.com/

আজ বিকাল ৪:০০ টায় ছিল বনভোজন সংক্রান্ত প্রস্তুতি মিটিং। আমি যথা সময়ে উপস্থিত হয়ে দেখি কেউ নাই, অবশ্য চিনি না কাউকেই। হঠাত মনে হলো চেনা একজন দেখা যাচ্ছে - ব্লগার কালপুরুষ, সাথে ছোট্ট এক মিষ্টি মেয়ে - ব্লগার সাতিহা মুনতাহা নিশা। এরপর একে একে এলো সারিয়া, মিমি, নীলু আর শামিম। এরপর এলেন একজন 'অজ্ঞাতনামা' ব্লগার।

নাম বলবেন না। নানা ক্লু দেয়ার পর সারিয়া বের করলেন ইনি মেজবাহ। পরপর এলেন রাহুল, ভাস্কর ও তার বন্ধুরা, আবু সালেহ আর লুলু পাঘলা। নানা বিষয় আলোচনা হলো বনভোজন নিয়ে। সারিয়া বনভোজন সংক্রান্ত আপডেট জানাবে, আমি তাই এবিষয়ে আর কিছু বললাম না।

সবশেষে সবাই মিলে হাকিম চত্বরে গিয়ে কালপুরুষদা'র সৌজন্যে জলযোগ। চলে আসবো এমন সময় এলেন ব্লগার পথিক। কালপুরুষদা আর সারিয়া শামিম মিষ্টি মেয়ে নিশা রাহুল কারে কামড়ানোর প্ল্যান করতেছে লুলু পাগলা ? পিচকি মুজতবা টুটুল ওরফে প্রত্যুতপন্নমতিত্ব (আশা করি ঠিক লিখছি) একটু জলযোগ করেন (সৌজন্যে কালপুরুষদা) স্বাস্থ্যই সকল সূখের মূল - সারিয়া মনযোগী শ্রোতা আবু সালেহ আর মেজবাহ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।