নিয়ম মত ব্যায় সংকোচ মানুষ এর জীবনে একটি ভাল স্বভাব ,অনেকে মাত্রাতিরিক্ত করে ফেলে ,তাদের কথা আলাদা | আচ্চা আসল কথায় আসি অনেক দিন যাবৎ বাংলাদেশ এ বিভিন্ন hosting company তাদের বিভিন্ন সেবা দিয়ে আসছে | এদের কারো কারো নিজস্ব server আছে আবার কেউ কেউ international hosting company থেকে সংগ্রহ করে দেয় | ত আমি দেখেছি তারা যে দামে সেবা দিয়ে তাকে আমি চেষ্টা করলে তার চেয়ে আরও কম দামে এ সেবা দিতে পারব আর এ থেকেই আমার এখানে আসা | জানেন আমি যখন দেখলাম ঐ hosting company গুলো নিয়মের চেয়ে অনেক বেশী দাম চায় তখন আমার অনেক রাগ হয়েছিল তাদের প্রতি। কিন্তু যখন জানলাম যে তাদের প্রোজেক্ট অনেক বড় হয়ে তাকে যেমন HOSTNG এর পাশাপাশি তাদের ওয়েব ডিজাইনিং , ওয়েব বিল্ড আপ ইত্যাদি আছে তাই তারা সব কিছুর মধ্যে সমতা রাখার জন্য তাদের দাম বেশি নিতে হয় তখন বুজলাম | যাই হোক এখন আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শুদু DOMAIN এবং HOSTING সেবা| আমাদের UK DATACENTER এ ৬ টি সার্ভার ইনপুট করেছি আপনাদের সাড়া পেলে আরও ইনপুট করার প্লান আছে দুয়া করবেন| আমাদের অনেক প্লান আছে যা কয়েক দিন পরে আমাদের ওয়েভ সাইট এ দেওয়া হবে যা এখনও নির্মাণাধীন | তবে আপনি চাইলে এখন সেবা গ্রহন করতে পারবেন | আমাদের সর্বনিম্ন দামের hosting প্লান হল >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> PLAN NAME== HOSTING NANO 200tk/yearly Webspace__500mb Bandwidth__unlimited Domain__01 Subdomain__unlimited Email__unlimited .etc এ ছাড়া আপনি DEDICATED SERVER , VIRTUAL SERVER আপনার যে কোন অঙ্কের টাকার সাথে ম্যাচ করে আপনাকে স্পেস দেওয়া যাবেআর । ডোমেইন হল .com 700tk কেউ কেউ ডোমেইন আরও কম দামে দেয় তবে তাদের শর্ত হল তাদের hosting ব্যাবহার করতে হবে। এ ক্ষেত্রে দেখা যায় তারা domain এ কম দাম দেখিয়ে hosting এ গজব করে দেয় । তাই আমার অনুরোধ আপনারা যাচাই করে কিনবেন ((সালাম)) যোগাযোগ>> E-MAIL :~ PHONE :~ 8801718344675 UK PHONE:~ 00447852258393 আমার এখানে পোস্ট করার উদ্দেশ্য হল আপনাদের কিছু মতামত চাই । কিভাবে আমি এড করতে পারি বা প্লিজ আমাকে এ সম্পর্কিত কিছু ফোরামের লিঙ্ক দিন যেখানে এড করা যাবে । আর আমার কাছে এটি প্রয়োজনীয় । ধন্যবাদ.........।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।