আমাদের কথা খুঁজে নিন

   

ডাইনোসর আমলের নিরামিষ কিছু জোক্স....

ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে ক. রোগীঃ ডাক্তার প্রতিদিন সকাল ৬ টায় আমার বাথরুম হয় ডাক্তারঃ তাতে সমস্যা কি? রোগীঃ আমার ঘুমই যে ভাঙ্গে সকাল ৮ টায়! খ. ডাক্তার (খুব ভালো করে রোগীকে পরীক্ষা করে): ভাগ্যিস আপনি ঠিক সময় মত আমার কাছে এসেছিলেন রোগীঃ কেন? আপনার কি টাকা-পয়সার টানাটানি চলছে?! গ. এক লোক ডাক্তারের চেম্বারে এসে ঘন্টা কয়েক গল্প-গুজব করে উঠে চলে যাচ্ছিল। তখন বন্ধু ডাক্তার জিজ্ঞাস করলো: কি হলো? বউয়ের কথা মনে পড়লো বুঝি? এই কথা শুনে লোকটা হৈ-চৈ করে বলে উঠলোঃ হায় হায়! ভুলেই গিয়েছিলাম বলতে! আমার বউ তো অজ্ঞান হয়ে গেছে। ঘ. একটা টিয়া একটা হাতির উপর বসলো আর হাতিটি সংগে সংগে মারা গেল। এটা কিভাবে সম্ভব?? --হাতিটির নাম টিয়া আর টিয়াটির নাম হাতি!! ঙ. ইমরান হাশমি পাউলি দামের সাথে বাজি ধরলো, "তুমি চোখ বন্ধ করে থাকবে। আমি তোমাকে কিস করবো কিন্তু তুমি কিছুই টের পাবে না! বাজী ১০০ রুপি।

" পাউলি দাম রাজী হয়ে চোখ বন্ধ করলো। ইমরান হাশমি চুম্মা খেতেই বলে উঠলো, আমি কিন্তু টের পেয়েছি! --সবাই কি আর বাজীতে জেতে! এই নেও ১০০ রুপী!! চ. বহু বহু বছর আগের কথা। এক দেশে ছিল এক ছেলে আর এক মেয়ে। একদিন ছেলেটি মেয়েটিকে জিজ্ঞাসা করিল, ‘তুমি কি আমাকে বিয়ে করবে?’ মেয়েটি উত্তর দিল, ‘না। ’ অতঃপর ছেলেটি সুখে-শান্তিতে বসবাস করিতে লাগিল।

ছ. প্রেমিক: আমি মনে হয় তোমাকে বিয়েটা করতে পারব না। প্রেমিকা: এত দিন পর এ কথা বলছ কেন? কেন, কী হয়েছে বলো তো শুনি? প্রেমিক: না, তেমন কিছু না। আমার বাসা থেকে নিষেধ আছে। প্রেমিকা: তা তোমার বাসায় কে কে আছেন? প্রেমিক: বেশি না। আমার এক স্ত্রী আর তিন সন্তান।

জ. আমার স্ত্রী আমার খুবই যত্ন নেয়। আমার যা কিছু প্রয়োজন, সব করে। এই যেমন, সেদিন ডাক্তার বললেন, আমার দৃষ্টিশক্তি অটুট রাখতে সবুজ রং খুব উপকারী। অমনি আমার স্ত্রী দোকানে গিয়ে নিজের জন্য একগাদা সবুজ রঙের পোশাক কিনে এনেছে। ঝ. মেয়ের প্রেমিকের উদ্দেশ্যে বাবা বললেন, আমার মেয়ে একটা গবেটের সঙ্গে তার জীবনটা কাটাবে এ আমি কিছুতেই হতে দিতে পারি না।

প্রেমিক বলল, সে জন্যই তো ওকে আপনার বাড়ি থেকে তাড়াতাড়ি আমার বাড়ি নিয়ে যেতে চাই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.