সব েচেয়ে েবশী জািন আইভি আপা আপনি নাসিক নির্বাচন থেকে সরে দাড়াবেন না প্লিজ। ঐ লুটেরা ওসমান পরিবারের হুমকি ধমকি কে উপেক্ষা করে এই নির্বাচনী যুদ্ধে আপনাকেই জয়ী হতেই হবেই হবে। বাস থেকে নেমে খুব অবাক হলাম ব্যাপার টা কি আইভ আপা কি নির্বাচন থেকে সরে দাড়ালেন ? বন্ধুদের সবাইকে ফোন করলাম যে ব্যাপার টা কি নাঃগঞ্জ এর কোথাও কোনো স্থানে একটা ও পোষ্টার সাটানো নেই। সবার একটাই উত্তর পোষ্টার তো জনগন এর হৃদয়ে, যদি নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে সর্বনিম্ন একলক্ষ ভোটের ব্যবধানে সেলিনা হায়াত আইভি জয়ী হবেন। ওসমান বাহিনী কোথাও তার পোষ্টার সাটালেই সাথে সাথেই ছিড়ে ফেলছেন ও একটা পরিবেশ তৈরী করার চেষ্টা করছেন যে, সাধারন মানুষ ভাবে আইভি নির্বাচন থেকে সরে দাড়িয়েেছন। তাই নাঃগঞ্জ বাসীর প্রতি বিশেষ অনুরোধ ওসমান বাহিনী র মিথ্যা ও অসৎ প্রচরনায় বিশ্বাস করবেন না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।