আমাদের কথা খুঁজে নিন

   

Programming ক্লাব এর জন্য সুন্দর ও যুক্তি যুক্ত নাম প্রয়োজন।Free তে PHP, HTML, CSS, Java Script, SQL/ORACLE, Asp.net শিখার অপূর্ব সুযোগ

ami onekkkkkkkkk onek olosh Programming ক্লাব এর জন্য সুন্দর ও যুক্তি যুক্ত নাম প্রয়োজন। আমরা যারা প্রোগ্রামিং করতে ভালবাসি কিম্বা টেকনোলজি কে জানতে চাই তাদের জন্য মূলতঃ এই ক্লাব। আর যারা ইউনিভার্সিটি লাইফ শেষ করে experience এর অভাবে জব খুজে পাচ্ছেনা তারা এখানে internship করে তারা ও ওয়েবসাইট ডেভেলপমেন্ট এর মাধ্যমে নিজিকে ঝালিয়ে নিতে পারেন। একটা ওয়েবসাইট কি করে develop করতে হয় তা হাতে কলমে শিখানো হবে। আমরা ইনশাল্লাহ নভেম্বর থেকে এই ক্লাব চালু করব।

এখন এই ক্লাব টার জন্য যদি সুন্দর একটা নাম ঠিক করে দিতেন সবাই তাহলে ভীষণ ভাল হয়। আর দশটা আইটি center র মত সেটি দেখতে নয়। নেই কোনও এসি, নেই কোনও tiles বিছানো সুন্দর অলংকরণ। তবে জ্ঞান এর আলোর অভাব হবেনা। আমি আগে একটি ব্লগ পোস্ট করেছি যেখানে ফ্রী তে অনেক প্রোগ্রামিং language শিখানোও হবে।

Free তে PHP, HTML, CSS, Java Script, SQL/ORACLE, Asp.net শিখার অপূর্ব সুযোগ। View this link তবে এটা ঠিক যে ফ্রী বলে যারা শিখতে আসবে তারা যেন ক্লাস গুলোকে অবহেলা না করে। আমরা চাই এদেশে ভাল কিছু প্রোগ্রামার সৃষ্টি হোক। কবি সাহিত্যিক রা যদি আড্ডা দিতে পারে, তাহলে প্রোগ্রামিং এর মত একটি creative অর্জন কেন আড্ডার বিষয় বস্তু হতে পারেনা? আমরা joomla, wordpress শিখানোর ও উদ্যোগ নিয়াছি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।