আমাদের কথা খুঁজে নিন

   

সে দিন চাঁদ ঢলে পড়েছিল মেঘনা আর ডাকাতিয়ার বুকে !

কর্মব্যস্ত জীবন থেকে মুক্তির পথ খোঁজে সবাই । আমরাও এর ব্যতিক্রম নই । আমরা চেষ্টা করি প্রতিটি পূর্নিমা উপভোগ করতে । এবারের পূর্নিমা বুধবার ছিল । কেন যে পূর্নিমাটা বুধবার হল ? মনটা কিছুটা খারাপ ছিল ।

মনের ভিতর সব সময় কাজ করে পূর্নিমা যেন বৃহস্পতিবার রাতেই হয় । যাই হোক বুধের পরিবর্তে বৃহস্পতিবারের চাঁদটাতেও কম উজ্জল মনে হল না মেঘনার আর ডাকাতিয়ার বুকে ! গত ৬ ও ৭ তারিখ বালিয়াটি ও পাকুটিয়া জমিদার বাড়ি আর সীতাকুন্ড ভ্রমণের সময় সবাইকে বলেছিলাম পূর্নিমাতে যাব চাঁদপুর । কেন যেন এবার আর বেশি বন্ধু যেতে চাইলো না । কোন সমস্যা নেই । পাঁচ জনের ছোট দল বুবু ( রুমা আপা ), চট্রগ্রামের চন্দন, এয়ারটেল সজীব, আবুবকর সিদ্দিক আর মনা ।

পরিকল্পনা ছিল রাতের লঞ্চে চাঁদপুর যাব । পরিকল্পনানুযায়ী রাত ১২টার লঞ্চে উঠার ইচ্ছা ছিল । রফরফ লঞ্চে উঠলাম । কিন্তু লঞ্চে উঠে বুবু বলল রফরফে যাব না । তার কথা শুনে রফরফ ছেড়ে উঠলাম পাশে থাকা জমজমে ।

সেই উঠাই আমাদের ভ্রমণটিকে আনন্দময় করে তুললো । মাষ্টার ডেকের সামনে বসতে যে কি মজা তা বলে বোঝানো যাবে না । আবু বকর মাষ্টার কে কি বলে বসার জায়গা ঠিক করে নিল । মাষ্টারের সহযোগীতায় আমাদের ট্যুর প্লান পরির্বতন করে নিলাম । মাষ্টার বলল রাতে চাঁদপুরে না নেমে ইচলী চলেন ।

সেখান থেকে রিকসা করে ফিরবেন শহরে । রাত ১১.৩০ এ ছেড়েছিল আমাদের লঞ্চ । চাঁদপুরে পৌচেছে রাত তিনটাতে । ইচলীতে নিয়ে গেল রাত ৩.৪৫ এ । কেবিন খালি ছিল ।

দুই ঘন্টা ঘুম দিলাম । লঞ্চ থেকে উঠে আমাদের গন্তব্য চাঁদপুর শহরে আবু বকরের মামার বাড়ি । মামার বাড়ি যাবার সময় রেল গেটে মাঠা পান করলাম । এক এক করে চার গ্লাস । দারুন মজা আর ঘন ।

ছোট বেলায় শুনেছি--- " তাই তাই তাই মামা বাড়ি যাই, মামা দিল দুধ ভাত, পেট ভরে খাই, মামী আইরো লাঠি নিয়া পালাই, পালাই । " কিন্তু সেই শোনা কথা মিথ্যা করে মামী প্লেট ভর্তি খাবার নিয়ে হাজির হলেন । সময় কম থাকায় খেয়েই রওনা দিলাম সাড়ে আটটার লঞ্চের দিকে । মনা, চন্দন আর রুমা আপার ঢাকায় ফেরত আসতে হবে । আমাদের বন্ধু নিশাত মজুমদার নিশুর বোনের বিয়ে ।

চাঁদপুরে বন্ধুর সাথে দেখা করবে সজীব আর আবুবকর যাবে তার বাড়িতে তাই তারা থেকে গেল । নোট : ঢাকা- চাঁদপুরের ভাড়ার তালিকা : ১. ডেকের ভাড়া - ৮০/= টাকা ২. ২য় শ্রেনীর চেয়ার - ১৩০/= ৩. প্রথম শ্রেনীর চেয়ার (এসি) - ১৭০/= ৪. বিজনেস ক্লাস চেয়ার ( এসি) - ২২০/= ৫. কেবিন সিঙ্গেল (নন এসি ) - ৩৫০/= ৬. কেবিন ডাবল ( এসি ) - ৭০০/= ৭. কেবিন (ভিআইপি -১ ও ২) - ৯০০/= ( যেতে সময় লাগে ৩.৩০ - ৪ ঘন্টা । বৃহস্পতিবার কেবিন পাওয়া যায় তবে আগে বুক করতে হয় । ) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।