আমাদের কথা খুঁজে নিন

   

"স্বপ্নশুরু" নিয়ে সংগীতের পথে যাত্রা শুরু করলেন তরুন সম্ভাবনাময় শিল্পী রাহাত

“যখন খুব ছোট ছিলাম,বয়স সবে মাত্র সাত বছর তখন থেকেই মূলত গান শিখছি। এখনো শিখছি। ইচ্ছে ছিল নিজের একটা এ্যালবাম বের হবে। অবশেষে দীর্ঘদিনের লালিত স্বপ্ন আর অক্লান্ত পরিশ্রমের ফসল আমার প্রথম একক “স্বপ্নশুরু” এখন শ্রোতাদের হাতে। “ নিজের প্রথম এ্যালবাম সম্পর্কে এভাবেই অনুভূতি জানালেন এ্যালবামটির শিল্পী রাহাত।

গত রোজার ঈদে প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ এ্যালবামটি প্রকাশ করেছে। এরই মধ্যে এ্যালবামটি পেয়েছে ব্যাপক শ্রোতাপ্রিয়তা। এ্যালবামটিতে গান আছে মোট ৯টি। গান গুলো লিখেছেন আবদার রাহমান,শাহান কাবন্ধ,রবিউল ইসলাম জীবন,মিজানুর রহমান সামি,সোনিয়া ও রাহাত নিজেই। এ্যালাবমের সংগীত পরিচালনার দায়িত্বে ছিলেন বাপ্পা মজুমদার,অদিত ও আরফিন রুমী।

এ্যালবামটি নিয়ে সংগীত পরিচালক অদিত বলেন,রাহাত নতুন ও সম্ভাবনাময় শিল্পী। খুবই ভালো গান করে। রাহাতের সংগীত পথচলা শুভ হোক। এ্যালবামের শুরুর দিকের কথা জানতে চাইলে রাহাত জানান, পড়াশোনার উদ্দেশ্যে ২০০৫ সালে অস্ট্রেলিয়া চলে যাই। ওখানেও টুকটাক গান নিয়ে কাজ করতাম।

২০১০ সালে ফিরে আসার পর স্বনামধন্য সংগীত পরিচালক জুয়েল মোর্শেদ এর সাথে প্রথম পরিচয় ঘটে। আমি সত্যি কৃতজ্ঞ যে উনি আমাকে অনেক সাহায্য করেছেন। তাঁর সহযোগিতা না থাকলে বোধহয় এতোদূর আসা সম্ভব হতোনা। তিঁনি আরও জানান,যারা এই এ্যালবামে কাজ করেছেন তাঁরা আমার খুব পছন্দের মানুষ। নতুন হিসেবে তাঁরা আমাকে অসম্ভব সহযোগিতা করেছেন।

এ্যালবাম নিয়ে শ্রোতাদের প্রতিক্রিয়া কেমন???জবাবে জানান,এখনো পর্যন্ত অসংখ্য শ্রোতা ফেইসবুক ও ইমেইল এর মাধ্যমে তাদের ইতিবাচক অনুভূতি জানিয়েছেন। যারা আমার গান শুনেছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ। তিঁনি সবাইকে নকল সিডি না কিনতে এবং পাইরেসীর বিরুদ্ধে কাজ করার জন্য সবার কাছে সহযোগিতা কামনা করেন। এ্যালবাম সম্পর্কিত তথ্য: এ্যালবামের নাম:স্বপ্নশুরু শিল্পী:রাহাত গীতিকার:আবদার রাহমান,শাহান কাবন্ধ,রবিউল ইসলাম জীবন,মিজানুর রহমান সামি,সোনিয়া ও রাহাত সংগীত পরিচালক:বাপ্পা মজুমদার,অদিত ও আরফিন রুমী গানের শিরোনাম: ১.ভালোবাসা ২.মা ৩.শূন্য থেকে ৪.স্বপ্নশুরু ৫.একটু একটু করে ৬.তোর জন্য ৭.এক পলকে ৮.মালিক তুমি রব ৯.অন্যরকম মায়া লেখাটি পূর্বে এই সাইটে প্রকাশিত  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।