বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d সম্ভবতঃ গত বছরের ৫ অথবা ৭ই ডিসেম্বর থেকে দেশের পূঁজিবাজারের সূচক নিম্নমুখী। পড়ছে তো পড়ছেই। তখন সবাই বলেছেন প্রতিটি শেয়ার অতিমূল্যায়িত। তারপর অনেক ঘটনা অনেক কেলেংকারী, অনেক দৌড়ঝাপ, কথার ফুলঝুড়ি ইত্যাদি ইত্যাদি।
কোন কিছুতেই কিছু হচ্ছে না।
ঠিক এই লেখাটি যখন লিখছি তখন ট্রেড শুরু হওয়ার দশ মিনিটের মাথায় সূচক ১১৬ পয়েন্ট পড়ে গেছে। তাই বেশী আর কিছু বলার দরকার নাই। সবাই আমরা সব কিছুই জানি বর্তমান পরিস্থিতি নিয়ে।
গতবারের আওয়ামীলীগ সরকারের সময় এই পূঁজিবাজার ধ্বস নেমেছিল সেই ধারাবাহিকতায় এবারও সেই পূঁজিবাজার ধ্বস নেমেছে।
দুটো একই সুতোয় গাঁধা কিনা তা আমরা আমজনতা হয়ত বুঝতে পারি না। কিন্তু যারা বোদ্বা আছেন তারা হয়ত ভালো বলতে পারবেন।
তবে আর যাই হোক এই দুইবারের সরকারের দুই মাননীয় অর্থমন্ত্রীর কথায় এবার যথেষ্ঠ মিল আছে। যেমন গতবারের আওয়ামীলীগ সরকারের মাননীয় অর্থমন্ত্রী শেয়ার বাজার ধ্বসের পরে বলেছিলেন, "আমি শেয়ার বাজার বুঝি না"। আর এবারের সরকারের মাননীয় অর্থমন্ত্রী বললেন, "আমি সমাধান জানি না"।
বিরাট সময়ের ব্যাবধানে দুই অর্থমন্ত্রী সরল উক্তি দুটো পুরোপুরি মিলে গেছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।