উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা শেষ পর্যন্ত পুঁজিবাদতন্ত্রে যা সচরাচর হয়ে থাকে, তাই হোল। স্কাইপকে মাইক্রোসফ্ট গিলেই ফেললো, এই খাবারের জন্য মাইক্রোসফ্ট যে দামে খাবারটি কিনেছে, তা হোল US$8.5Billion = 8,500,000,000.00US$ = 8,500,000,000 x 75Taka = 4,35,00,00,00,000টাকা (কথায় তেতাল্লিশ হাজার পাচঁশত কোটি টাকা প্রায়)। " কে হবেন কোটি পতি " তের অনুষ্ঠান থেকে তেতাল্লিশ হাজার পাচঁশত অংশগ্রহণকারী এক কোটি টাকা জিতে বের হোলে এর সমান - সমান হবে। Netscape মাইক্রোসফ্ট এর শক্তির কাছে ১৯৯৯খৃঃ হার মেনেছিল, বার বছর পর স্কাইপ কি একই ইতিহাস গড়তে চললো!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।