আমাদের কথা খুঁজে নিন

   

এডভার্টাইজ (বিজ্ঞাপন) না দিলে, বিটিভি ফকির হয়ে যাবে কাঙ্গাল হয়ে যাবে।

ভালোর স্বপক্ষে থাকুন সে যেই হোক, আর অন্যায়ের বিরুদ্ধে থাকুন সে যেই হোক। বাবা, মা, দল, গোত্র, গোষ্ঠী এসব ভালো কিংবা অন্যায় নির্ধারণ করে না। বাংলাদেশের খেলা বিটিভি ছাড়া অন্য কোথাও দেখা যায় না, দেখা গেলে বিটিভি দেখতাম না। কারন জানি বিটিভিতে খেলার মাঝে খবর হবে( কেন জানি এসময়ের খবরগুলো একটু বড় হয়, মনে হয় সবাই খেলা দেখার জন্য বসে থাকে এই ফাকে সরকারে সুনাম গাইতে পারলে সবাই না দেখে পারবে না), আরো কতকিছু হবে, শেষে খেলাটাই ঠিকমত দেখা হবে না। কিন্তু এখন যে সমস্যা হয়েছে তাহল, যখন তখন এড দেখানো।

ওভার শেষ না হতেই এড, তার ওপর এক ওভার ৬ বলে হলেও, দেখা যায় ৪ বল। ২ বল চলে যায় এডভার্টাইমেন্টই। আবার শুরু হয়েছে নতুন অত্যাচার, বলের মাঝে এড। এতক্ষন এড দিত ওভার শেষে এখন ১ টা বল শেষেই এড। আর এড দেখায় একসাথে ২-৫ টা।

মাঝেমাঝে মনে হয় বৃষ্টিতে খেলা শেষ হল নাকি.................. হায় হায় তাহলে জেতা খেলাটা.........!!! কিন্তু না আসলে কাঙ্গাল বিটিভি ঘুষ আর দুর্নীতি ছাড়াও আরো অনেক টাকা চায়, তাই এই এড ( যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করার জন্যও হতে পারে!!!) আমার মনে হয় এই এডভার্টাইজ (বিজ্ঞাপন) না দিলে, বিটিভি ফকির হয়ে যাবে কাঙ্গাল হয়ে যাবে। শালার একটা দিন বাংলাদেশ একটু ভাল খেললো তাও এডের জ্বালায় ঠিকমত খেলা দেখতে পারছিনা। বিটিভি খালেদা নিজামীর বাক্স ছিল,আর এখন তা কার বাক্স......সবাই মনে হয় জানে। কিন্তু যেখানে সীমিত সম্পদ নিয়ে প্রাইভেট টেলিভিশনগুলো ভালো করছে, সেখানে বিটিভি তার এত বিশাল সম্পদেও কাঙ্গাল। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।