অদ্ভুত পৃথিবী ছবি লিংক
হ্যাকার ক্রিস্টোফার কেনি ((৩৫) । তার আসক্তি ছিল সেলিব্রিটিদের প্রতি। তাই সে কমপক্ষে ৫০ সেলিব্রিটির ই-মেইল একাউন্ট জ্যাক করে তাদের গোপনীয় সব তথ্য নিজের আয়ত্তে নিয়েছে। এর মধ্যে রয়েছে স্কারলেট জোহানসনের মতো খ্যাতনামাদের নগ্ন ছবি। এ নিয়ে তোলপাড় চলছে সেলিব্রিটি জগতে।
তবে এ অভিযোগে ওই হ্যাকারকে গ্রেপ্তার করা হয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা এফবিআই এক বছর ধরে তদন্ত করে। অবশেষে তারা ক্রিস্টোফার কেনি নামের ওই হ্যাকারকে ধরতে সক্ষম হয়। তাকে প্রথমবার আদালতে হাজির করা হলে সে স্বীকার করে, সেলিব্রিটিদের প্রতি তার আসক্তি আছে। শুধু কৌতূহলবশত সে তাদের পিছু নিয়েছে।
তবে সে তার কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করেছে। সে জানিয়েছে, ওইসব সেলিব্রিটির ওই ছবি দিয়ে সে ব্লাকমেইল করতে চায়নি। পুলিশ বলেছে, সেলিব্রিটিদের ই-মেইল হ্যাক করে সে তাদের নগ্ন ছবি পেয়েছে। পরে তা ইন্টারনেটে পোস্ট করেছে। তবে এর মাধ্যমে সে কোন অর্থ আদায়ের চেষ্টা করেনি।
তার কাছে যেসব সেলিব্রিটির নগ্ন ছবি আছে তারা হলেন- স্কারলেট জোহানসন, ক্রিস্টিনা আগুইলিয়েরা, মিলা কুনিস, রেনি ওলস্টিড প্রমুখ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।