তাহলে, লড়াই শুরু করি। তৌববুদি মিরাং মহুমদা মিরাং অমা ওন্না লৈবাসিনা মনুঙাইখি... অনেক দিন আগে ড্রাফ্ট করে রেখেছিলাম। মন চাইলো আবার প্রকাশ করলাম।
মিষ্টার গুড গাই `কানাডা' র রকি মাউন্টেনে ( http://en.wikipedia.org/wiki/Rocky_Mountains ) উঠার শখ বহুদিনের। ক্যালগেরিতে ( http://en.wikipedia.org/wiki/Calgary ) পৌছার কিছুদিনের মধ্যে সুযোগ মতো আমরা কয়েকজন ইয়াহু! বলে গাড়িতে করে রওয়ানা হলাম ` মাউন্টেন ' এ।
সবাই মনিপুরী, কেউ বাংলাদেশের - কেউ ভারতের, আর আছে সকল ধরনের `পেশাজীবি' , ডাক্তার-ইন্জিনিয়ার-ডায়েটিশিয়ান-বিউটিশিয়ান-পাইলট-আর্কিটেক্ট - সিঙ্গার - রাইটার - কম্পিউটার পোগ্রামার - শেফ - ট্রাক ড্রাইভার এমন কি ভেটেনারী ডাক্তার পর্যন্ত। সাথে নীলপরি - লালপরি জনা দশেক শিশু। অনেকটা ছোটখাটো `বারুনী' মেলা। হাজার হাজার শব্দের কুন্ডলীতে - কথার ভিরে - গল্পের ছলে কখন যে গন্তব্যে পৌছে গেলাম টেরই পেলাম না। আর পৌছিবা মাত্র সময় মতো করে আমার সেই পুরনো গল্প ` ট ' বর্গের কাহিনীটি শুরু করলাম শুদ্ধ ``মেইতেই লোন '' এ ( http://en.academic.ru/dic.nsf/enwiki/308353) ।
এখানে বাংলায় সারাংশ টুকু আরও সংক্ষেপিত করে অনেকটা হাই স্কুলের অষ্টম শ্রণীর `` সংক্ষিপ্ত সারাংশ '' আকারে বর্ণিত হলে এই রকম দাড়াঁবে -
পাশের বাড়ির ` ড ' এসে ` ট' বর্গের নেতা `ণ ' কে নালিশ জানালো. দেখেনতো এ কেমন বিচার! আমাকে থেলেথুলে ` বর্ণমালা ' গ্রাম থেকে আউট করতে চায় আমার প্রতিবেশী `ট' কর্তা। এটা কেমন কথা, আমার নাম নাকি গ্রামের ছেলেমেয়েরা থিক মতো উচ্চারণ করতে পারে না। শালার শালা! মাথায় ঘোড়ার লেজের মতো মুকুত তা উচুঁ করে নাচিয়ে নাচিয়ে জানিয়ে দিলো, আমাকে আর এ গ্রামে থাকতে দেবে না। ( `ড' তখন `ট' এর ঘোড়ার লেজের মতো মুকুত তা অভিনয় করে দেখালো । ) অন্যদিকে 'ঢ ' ধাক ধুল পিতিয়ে সবাইকে জানিয়ে দিল ` ঠ ' কে আর এ পাড়ায় থাকতে দিবেনা ।
অভিযোগ - থোক জোচ্চোর `ঠ ' নাকি এখানে সেখানে ` ট ' বর্গের নাম ভাঙিয়ে এখানে সেখানে বিভিন্ন ভাবে সুযোগ- সুবিধা নিতেছে। অর্থাৎ ` ট ' বর্গের গুড উইলকে এক্সপ্লোয়েত করতেছে, আর পাড়ার মান সম্মান সব ধুলায় মিশে দিতেছে। আবার ` ঠ ' বেচারা কি চুপ থাকে, সেও এতা সেতা বলে পাল্টা অভিযোগ করে ` ঢ ' এর নামে। এভাবেই দিনের পর দিন অভিযোগ - পাল্টা অভিযোগ , নালিশ - পাল্টা নালিশ শুনতে শুনতে বিরক্ত এসে যায় ` ণ ' মহাশয় এর ।
তারপরও একে বোঝায় এইভাবে, ও কে বোঝায় ঐ ভাবে - করে করে অনেক দিন পাড়ার সবাইকে শান্ত রাখে।
কিন্তু ` আসল ' সমস্যার কোন কুল কিনারা করতে পারে না।
নেতা ` ণ ' এভাবে আর মিথ্যা সান্তনা দিয়ে আর কতদিন সবাইকে বুঝ দিয়ে রাখবে, পাড়ায় একে -অন্যের অসন্তোষ দিন দিন বাড়তে থাকে। তাদের এই হট্টগোল পাড়ার সীমানা দিঙিয়ে গ্রামের অন্য এলাকায়ও সংক্রামিত হতে থাকলো। বর্ণমালা গ্রামের অন্য মুরুব্বীরা ` তাহাদের ` নিজস্ব সমস্যা বলে পাত্তা দেয়নি প্রথম দিকে। দিন দিন সমস্যা বাড়তে থাকলে পশ্চিম পাড়ার `ন ' গোষ্ঠি এসে গ্রাম প্রধান কে জানিয়ে দিল - এভাবে আর চলতে পারে না, কিছু একতা করেন ।
`` ওদের '' জ্বালায় না পারি ঘুমাতে , না পারি থিক মতো গান শুনতে - কিছু একতা করেন।
তারপর একদিন বর্ণমালা পাড়ার সবাই এসে `ট ' বর্গের সবাইকে গ্রাম ছাড়া করলো। গ্রাম প্রধান জানিয়ে দিলো - এখন থেকে `` ওদের '' সব কিছু দেখা শোনা করবে `ত' বর্গ। এভাবেই আমাদের বর্ণমালা গ্রাম থেকে ` র্ণ ' রা হারিয়ে গেল। আর ``মণিপুরী '' হয়ে গেল ``মনিপুরী'' এবং `` ঢাকা শহর '' হয়ে গেল ``ধাকা শহর ''।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।