আমাদের কথা খুঁজে নিন

   

সবকিছু হাসির বিষয় নয় ১০৫(ভুল বোঝাবুঝি বিষয়ক)

আমি লিখি মানুষের কথা,মানুষ পড়ে না। তারা হাসে। তাদের হাসির জন্যে আমি লিখি 'সবকিছু হাসির বিষয় নয়' তারা হাসে না! তবু আমি লিখব।

(১) আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। বিচারকঃ দেখুন, আমার মনে হচ্ছে, আপনি আপনার স্বামীকে ভুল বুঝেছেন।

অভিযোগকারী মহিলাঃ না হুজুর আমি আমার স্বামীকে কক্ষণো ভুল বুঝি না। বিচারকঃবারো বছরের দাম্পত্য জীবনে একবারও কি ভুল বোঝেননি? অভিযোগকারী মহিলাঃ একবার বুঝেছিলাম হুজুর। বিচারকঃকি রকম? অভিযোগকারী মহিলাঃ বিয়ের সময় মনে হয়েছিল ওর দাঁতগুলো আসল কিন্তু ফুলশয্যার রাতে কামড় খেয়ে বুঝতে পারি ওর সব দাঁত বাঁধানো। (২) আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। বিচারকঃআপনি কি কোনদিন আপনার স্বামীর সঙ্গে কোন বিষয়ে একমত হননি? অভিযোগকারী মহিলাঃ একবার বুঝেছিলাম হুজুর।

বিচারকঃকি রকম? অভিযোগকারী মহিলাঃ আমাদের ঘরে যখন আগুন লাগে তখন আমারা দুজনে একসঙ্গে জানালা গলে বাইরে বের হওয়ার চেষ্টা করেছিলাম। (৩) আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। বিচারকঃআপনি কি কোনদিন আপনার স্বামীর ভালমন্দ বিষয়ে চিন্তা করেছেন? অভিযোগকারী মহিলাঃ একবার করে ছিলাম হুজুর। বিচারকঃকি রকম? অভিযোগকারী মহিলাঃআমার ধারণা ছিল আমার স্বামী একটা গাধা। পরে বুঝলাম শক্তি ও বুদ্ধিতে সে গাধার মতো হলেও হতে পারে সামর্থে নয়।


সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।