আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে মহেশখালীর ধলঘাটা মগডেইল্যা ঘোনার নিলাম স্থগিতের জন্য আদালতের নির্দেশ

মোহাম্মদ শাহাব উদ্দীন মোহাম্মদ শাহাব উদ্দীন,মহেশখালী কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা মৌজার উত্তর মহুরিঘোনা প্রকাশ মগডেইল্যা ঘোনার অংশিদারদের গত বছরের নিলামের প্রায় ২০ লাখ টাকা না দিয়ে পূর্ণরায় আগামী বছর চিংড়ী মৌসুমের নিলাম কার্যক্রমের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে গত সোমবার কক্সবাজারের মহেশখালী সহকারি জজ আদালত একটি মামলা হয়েছে। মগডেইল্যা ঘোনার অংশিদার ও মাতারবাড়ি মগডেইল এলাকার বাসিন্দা নজির আহমদ বাদি হয়ে মগডেইল্যা ঘোনা চিংড়ী চাষ প্রকল্প পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করলে আদালত ওই নালিশী জমির শুনানী না হওয়া পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখতে উভয় পক্ষকে নির্দেশ দেন এবং বিবাদীর বিরুদ্ধে কেন অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হবে না তা নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করেন । আদালতে দায়ের করা মামলায় উল্লেখ করা হয়, ধলঘাটা মৌজার উত্তর মুহুরিঘোনা প্রকাশ মগডেইল্যা ঘোনার অংশিদারদের কাছ থেকে ২০১১ বাংলা সনের চিংড়ী চাষ করার জন্য নজির আহমদ ৪২০ খানি জমির মধ্যে ৩২০ খানি ইজারা নেন। চিংড়ী মৌসুম শুরু হওয়ার সাথে সাথে ওই জমিতে চিংড়ী চাষ করতে গেলে জনৈক ফয়েজুল কবির বাঁধা প্রদান করে। এনিয়ে নজির আহমদ মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট ফয়েজুল কবিরের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করি।

কিন্তু চেয়ারম্যান নজির আহমদকে ২০১১ বাংলা সনের জমির লাগিয়ত ও খরচ বাবদ ২০ লাখ টাকা দেওয়ার আশ্বাস দিয়ে ওই চিংড়ী ঘেরটি ফয়েজুল কবিরকে দখল দেন। কিন্তু ফয়েজুল কবিরের কাছ থেকে নেওয়া লাগিয়ত বাবদ ২০লাখ টাকা চেয়ারম্যান এখনো পর্যন্ত নজির আহমদকে দেননি। এনিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট নজির আহমদের পরিবার একটি লিখিত অভিযোগ করলে জেলা প্রশাসক তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য গত ১৯ সেপ্টেম্বর মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন। এরপরও বিবাদীদের যোগসাজসে ২০১১ বাংলা সনের চিংড়ী মৌসুমের লাগিয়ত বাবদ ২০ লাখ টাকা ফেরৎ না দিয়ে আত্মসাৎ করে। এরপরও ওই ঘোনা নিজেদের আয়ত্বের ভিতরে আনার জন্য বেআইনী ভাবে নিজেরা উক্ত ঘোনার পরিচালনা কমিটির সভাপতি ও সচিব সাজিয়ে ২০১২ বাংলা সনের চিংড়ী মৌসুমের জন্য এক সনা ইজারা দেওয়ার উদ্দেশ্যে একটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং আগামী ১৫ অক্টোবর মাতারবাড়ি ইউনিয়ন পরিষদে ওই ঘোনার নিলামের দিন ধার্য্য করে।

এতে গত সনের ২০ লাখ টাকা না দিয়ে পূর্ণরায় ঘোনা নিলামের আয়োজন করায় ওই ঘোনার অংশিদারগন নানা ভাবে ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা দেখা দেয়। ফলে ওই ঘোনার অংশিদারের পক্ষে নজির আহমদ বাদি হয়ে মগডেইল্যা ঘোনা চিংড়ী চাষ প্রকল্প পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধের কক্সবাজারের মহেশখালী সহকারি জজ আদালতে একটি মামলা দায়ের করে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।