আমাদের কথা খুঁজে নিন

   

প্রেম নিয়ে আমার কিছু কথা ।

তোমাকে না বলেছি চুল ছোট রাখতে ? এত বড় চুল কেন তোমার ? তোমার চোখ এমন দেখাচ্ছে কেন ? দেখি , কাছে এসোতো , তাকাও আমার দিকে ... কি ব্যপার ,সারারাত ঘুমাওনি ? কি করেছো না ঘুমিয়ে আমাকে বলো । কয়টা পর্যন্ত জেগেছিলে ? কাল বাইরে থেকে বাড়ি ফিরেছো কয়টায় ? কি কি আজেবাজে জিনিস খেয়েছো বলো ? গতকাল সারাদিন কার কার সাথে সময় কাটিয়েছো ? সিগারেট খেয়েছো নাকি ? তোমার ঠোঁট এত কাল লাগছে কেন ? দেখি , কাছে এসোতো ... তাইতো , কেন সিগারেট খেয়েছো বলো । কি এমন টেনশন তোমার ? কে ছিল তখন তোমার সাথে ? মা'র কথা আজ কয়টা শোননি ? বাড়ির কাজকর্ম ছেড়ে কোথায় গিয়ে আড্ডা মেরেছো ? তখন যে দেখলাম কিছু বাজে ছেলের সাথে গল্প করতে ? কেন করবে ? ওদের সাথে তোমার কিসের এত ভাব ? আর যে দেখলাম তখন একটা মেয়ের সাথে বেশ হেলেদুলে গল্প করছো । তার সাথে তোমার কিসের এত গল্প ? তুমি জানো , মেয়েটা কেমন ?......... .........এমন আরও অনেক প্রশ্নের জবাব দিয়ে প্রিয়জনের মন রাখতে হয় সুখে ভরপুর ।তার মনে নিজেকে গাঁথতে হয় চিরস্থায়ী ভাবে । প্রেম মানে জৈবিক চাহিদা মেটানোর কোন মন্ত্র নয় । প্রেম হয় আবেগের মাঝে নিজেকে নতুন করে সৃষ্টি করা । মিষ্টি কিছু শাসনের বেড়াজালে নিজেকে প্রতিনিয়ত বেঁধে রাখা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.