অতীত কে পাশ কাটাতে চাই অবিরত, যেন ভয় পাই। আধাঁরে হারাই আমি আলোর খোঁজে জানি আধাঁরো তোমার যেমনটি আলোর উৎসব, বেদনার নীল চাঁদরে ঢাকা আমার শরীর তবু জানে সে, চিনেছে সে আত্মার মাঝে তোমার অবয়ব। আমার চারদিকে উড়ে চলে মানুষ পতঙ্গের মত অস্থির, পথহারা আমি তবুও কাঁটাতারের বৃত্তে আবদ্ধ সবার মাঝেও সর্বহারা। তারপর সব হারিয়ে জেনেছি , তুমি আরো কাছে এখন কম্পিত হাত বাড়ালে পাহাড়, ঝর্না, সাগর, অরণ্যের আঁড়ালে তোমাকে পেয়ে রাজ্য পাই তারপর আবার মহাসুখে সব হারাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।