আমাদের কথা খুঁজে নিন

   

আ.লীগের যোগ না দেয়া দুর্ভাগ্যজনক: ফখরুল

শনিবার জাতীয় সংসদে ‘পার্লামেন্ট মেম্বারস ক্লাবের’ এলডি ভবন প্রাঙ্গণে এই আয়োজনে মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির কয়েকজন নেতা অংশ নেন। ফখরুল বলেন, “আমরা সকালে শুনেছি- তারা বিরোধী দলীয় নেতার ইফতারে আসবেন। আমরা উৎসাহিত হয়েছিলাম। তারা আসলে দেশবাসী একে ইতিবাচক হিসেবে দেখতো। কিন্তু আওয়ামী লীগের নেতারা এই ইফতারে আসেননি।

এটা দুভার্গ্যজনক। ”
জাতীয় পার্টিও এ ঘটনাকে ‘দুঃখজনক’ অভিহিত করেছে।
জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমদে বলেন, “ক্ষমতাসীন দলের সদস্যরা বিরোধী দলীয় নেতার ইফতারে আসেননি, এটা দুঃখজনক। আমাদের ধর্মীয় ও রাজনৈতিক সংস্কৃতিতে ইফতারে কেউ আমন্ত্রণ জানালে তাতে অংশ নেয়াটা সৌজন্যতা। ’’
এ প্রসঙ্গে জাতীয় পার্টির ইফতারে সব দলের নেতাদের অংশ নেয়ার কথা উল্লেখ করেন তিনি।


“গতকাল ক্ষমতাসীন দলসহ অনেক রাজনৈতিক দলের নেতা এসেছিল। আমাদের দলের প্রেসিডেন্ট বলেছেন, এটি একটি মিলন মেলা। আজকেও তারা যোগ দিলে এটিও মিলন মেলা হতো। ”
এ ব্যাপারে বিকল্পধারা বাংলাদেশ এর সভাপতি সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেন, “ক্ষমতাসীন দল বিরোধী দলের নেতার ইফতার যোগ দেয়নি, এটা নতুন কিছু নয়। আমি এতে অবাক হইনি।


“তবে আমরা মনে করি- তারা এই ইফতারে যোগ না দিয়ে সমঝোতার রাজনীতির একটি সুযোগ হারালো। ”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।