বাট টাকা পাই না এই ল্যাপটপ দোয়েল পাখির মত হয়ত আমরা কখন ও দেখব না ......।
এই দোয়েল পাখি যে কে বিক্রি করবে আর কোথায় পাওয়া যাবে সেইটা কেও জানে না জানবে ও না হয়ত ......।
কোথায় থেকে ওয়ারিন্টি পাওয়া যাবে আর কোথায় গিয়ে ঠিক করাবে . সেইটা ও কেও জানে না ......। । পুরা ডিজিটাল .........।
এই ল্যাপটপের বেপারে সবাই কি কি মনে করছে এইবার সেই বেপারে নজর দেই ।
শেখ হাসিনা বলেছেন, "আমার সরকার DELL কে DOEL এ রূপান্তর করে বাজারে বাংলাদেশের প্রথম ল্যাপটপ ছেড়েছে। দেশ এগিয়ে যাচ্ছে, এই ল্যাপটপ দিয়ে আমি আমার ছেলের সাথে কথা বলি। "
খালেদা জিয়া বলেছেন, "সরকার MP 4 চালিয়ে দিচ্ছে ল্যাপটপের নামে, জনগণ এই ল্যাপটপ ব্যবহার করবে না। "
সাহারা খাতুন বলেছেন, "এই ল্যাপটপ খুবই উপকারি, ফটোশপে এডিট করে ফেসবুকে প্রোফাইল পিকচার হিসেবে আমার ছবি দেয়া মাত্রই ১০ টি ফ্রেন্ড রিকুয়েস্ট পেয়েছি !!"
এরশাদ বলেছেন, "এই ল্যাপটপে অনেক ফরম্যাটের ভিডিও সাপোর্ট করে না বলে আমার রাতে খুব সমস্যা হয় !!"
সাধারণ জনগণ, "ভাগ্য ভাল ল্যাপটপের নাম বঙ্গবন্ধু রাখা হয় নাই।
না হলে মানুষ ওই ভাল মানুষ টিকে যা তা বলত ...। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।