(প্রিয় টেক) - ওয়বে প্রোগ্রামিং-এর জন্য গুগল নতুন একটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ছাড়ছে যার নাম হলো "ডার্ট"। গুগল মনে করছে বর্তমানের এইচটিএমএল (HTML), সিএসএস (CSS) এবং জাভাস্ক্রিপ্ট (JavaScript) ইন্টারনেট ওয়েব ডেভেলপমেন্টের জন্য যথেষ্ঠ নয়। ইন্টারনেট ওয়েবপেজ প্রতিনিয়ত তার বিস্তৃতি বাড়াচ্ছে। তার সাথে তাল মিলিয়ে চলার জন্য নতুন প্রোগ্রামিং ল্যাংগুয়েজের প্রয়োজন দেখা দিয়েছে।
বর্তমানের উপরোক্ত তিনটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ যা-ই করে থাকুক না কেন, গুগলের জন্য সেটা যথেষ্ট নয়।
তাই তারা একদম নতুন "ষ্ট্রাকচার্ড ওয়েব প্রোগ্রামিং ল্যাংগুয়েজ" ডার্ট ছুড়ে দিলো প্রোগ্রামারদের জন্য।
আসলে গত মাসেই গুগলের এই ডার্ট ছাড়ার কথা বাজারে ফাঁস হয়ে যায়। গুগলের একটি ইন্টারনাল ম্যাসেজ বাইরে চলে আসে। আর সেটা থেকেই খবরটি ফাঁস হয়ে গেছে। গুগল সেই মেমোতে বলেছিল যে, জাভাস্ক্রিপ্ট দিয়ে আর কাজ হচ্ছে না।
জাভাস্ক্রিপ্টে অনেক ত্রুটি রয়েছে যা দিয়ে নতুন চাহিদা মেটানো যাচ্ছে না। গুগলের নিজস্ব তৈরী নতুন কোনও প্রোগ্রামিং ল্যাংগুয়েজে যাওয়া উচিৎ।
আর তার সমাধান হলো ডার্ট।
গুগলের একজন ডেভেলাপার বলেছেন যে, ডার্ট হলো এমন একটি প্রোগ্রামিং ল্যাংগুয়ের যা দিয়ে একজন প্রোগ্রামারও ছোট প্রজেক্ট করতে পারবে, আবার একই সাথে অনেকে মিলে একটি বড় প্রজেক্ট করার জন্য যে সমস্ত ফিচার প্রয়োজন সেটাও ডার্টে আছে।
মূল কথা হলো, ডার্ট দিয়ে আগাগোড়া ওয়েব এ্যাপ্লিকেশন তৈরী করা যাবে।
আর এটাকে মাথায় রেখেই ডার্ট একদম শূন্য থেকে নতুন করে তৈরী করা হয়েছে ডার্ট ল্যাংগুয়েজ।
তবে ব্রাউজারগুলো এখনো ডার্ট সমর্থন করা শুরু করেনি; এবং খুব শিঘ্রই সেটা হবেও না। তবে গুগলের নিজস্ব ব্রাউজার ক্রোম হয়তো এটা দ্রুত সমর্থন করা শুরু করতে পারে। তবে গুগল একটি ফল-ব্যাক পরিকল্পনা করে রেখেছে। ডার্ট দিয়ে ওয়েব এ্যাপ্লিকেশন তৈরী করলে, যেই ব্রাউজার ডার্ট সমর্থন করবে না, সেগুলো জাভাস্ক্রিপ্টে ফল-ব্যাক করবে।
যারা ওয়েবে এ্যাপ্লিকেশন তৈরী করেন, তাদের জন্য নতুন আরেকটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শিখতেও অনেকটা সময় লেগে যাবে।
সূত্র: Click This Link
Click This Link
Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।