সে এক পাথর আছে কেবলই লাবণ্য ধরে ... কিছু নিঃসঙ্গতা বহনকারী শব্দ , পাশ দিয়ে চলে যায় , কিছু প্রিয় , বারবার ব্যবহৃত সুহৃদ , কিছু নোনা মাটির বুক খামচে ধরা , টকটকে লাল , কোন সন্ধ্যায় শব্দেরা আমার চারপাশে গোল হয়ে বসে , কখনো , ভয়ার্ত চোখে তাকিয়ে থাকে আমার চোখে , আমি কখনোই , কখনোই তাদের কিছু বলতে পারি না । এখনো একলা শালিক মাঠের পর মাঠ , একটু অজস্র নক্ষত্ররাজি আনাচে কানাচে দিশেহারা , এখনো রাত হয় , ভোর হয়ে আসে আমার চারপাশে , আমাকে গল্প শোনাতে বলে নক্ষত্রের দল , কিউপিড আর সাইকির গল্প ... আমি তাদের চুলে হাত বোলাতে বোলাতে ঘুম পাড়িয়ে দেই , কখনোই গল্পটা বলা হয়না পুরোটা । প্র্রতিদিন চেনা সকাল ডাকতে থাকে জীবনের , প্রিয় পিয়ন রেখে যায় পুরনো হলুদ খাম , কখনো , হাতের রেখায় , দিঘির জলের মত ছায়া পড়ে , আমি অন্ধ হয়ে যাই , কখনো মাছের দল আসে , তারা তোর কথা জানতে চায় । রাত ভোর হয়ে গেলে , অনন্ত রাত্রিহীন অন্ধ নক্ষত্রের মাঝে , আমি একা দাঁড়াই কোন বিষন্ন বকুল ঠোঁটে । আমি অন্ধকারের গান গাই ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।