চলে গেলেন উপমহাদেশের অসাধারণ সংগীত প্রতিভা জগজিত সিং।মৃত্যু এ পর্যন্ত আবিষ্কৃত একমাত্র বৈজ্ঞানিক সত্য। কিন্তু কিছু মৃত্যু সত্যিই মেনে নেওয়া যায়না। জগজিত সিং আধুনিক যুগের উপমহাদেশী্য় সংগীতের শ্রেষ্ঠ প্রতিভা যিনি স্ত্রী চিত্রাকে সঙ্গে নিয়ে ভারতীয় গজলের পুনর্জাগরণ সৃষ্টি করেছেন। আর কোথা্য় পাব সেই সব মনহারিণী গান 'আজ কিছু হতে চলেছে', 'বেদনা মধুর হয়ে যায়', 'বেশি কিছু আশা করা ভুল', 'নদীতে তুফান এলে', 'তোমার চুল বাঁধা দেখতে দেখতে' কিংবা "তেরা চেহরা" " গাম কা খাজানা" "হোশ ওয়ালো কে খবর" "কিসকা চেহরা" ২০০৩ সালে ভারত সরকারের পদ্মভূষণ খেতাব পাওয়া এই শিল্পী গত চার দশক ধরে একাধারে হিন্দি, পাঞ্জাবি, উর্দু, বাংলা, গুজরাটি, সিন্ধি ও নেপালি ভাষায় গান শুনিয়ে আসছেন উপমহাদেশের শ্রোতাদের। ভারতের মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ অক্টোবর সোমবার স্থানীয় সময় সকাল ৮ টা ১০ মিনিটে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭০।এই শিল্পী দম্পতির আয়ের একটি বড় অংশ ব্যয় হয় ভারতের বিভিন্ন দাতব্য সংস্থার কাজে। তাঁর কিছু গাণ : http://www.youtube.com/watch?v=zLGZhp14UgY Click This Link Click This Link Click This Link Click This Link Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।