আমাদের কথা খুঁজে নিন

   

চাটগাঁইয়ে ইস্কুল...............শিকিলি বুঝিবে নোশিকিলি ফস্তাইবে............ “চট্টগ্রামের ভাষা শিক্ষা কোর্স...............”

কথা কম, কাজ বেশি!!!! হ্যালো... রাসেল নাকি-----------অ্যালো, রাসেইল্লে নারে জি, আমি রাসেল বলছি---------------জি, আঁই রাসেল হইদ্দি। আপনি কে বলছেন?---------------অনে হন হইতেলাইগগুন্দে? আরে, তুই আমাকে চিনতে পারছিস না?-----------অডো, তুই আঁরে ন ছিনুদ্দেনাহ? চিনতে পারছি নাতো, কে আপনি?----------------ন ছিনিত্ত, অনে হন? আমি শাহীন, তোর দুলাভাই--------------------আঁই সাহীন, তুর দুলবাই। কোন দুলাভাই? চিনতে পারছিনাতো!!-------------হন দুলবাই? ন ছিনিত্ত!! আমি তোর খালাত বোন মুন এর স্বামী-------------আঁই তুর খালত বইন মুন ওর যামাই। ও শাহীন ভাই!! কেমন আছেন?-----------------ও আইচ্ছে, সাইন বাই না!! কেন আচন বদ্দা। ভালো নাই, তোর বোনে খুব জ্বালাচ্ছে------------বালা নাই, তুর বইনি কুব যালার। কি জন্যে?--------------------------- কিল্লেই? আর বলিস না! ও সন্দেহ করছে আমি নাকি পরকীয়া করছি!-----------আর ন হইচ! ইতি সন্দঅ গরেদ্দে আঁই বলে ফরকিয়ে গরির!! আপনি কিছু বলেনি?-----------অনে কিছু ন হন? কি বলব, ও আমার কথা বিশ্বাস করে!---------------কি হইতাম, ইতি আঁর হতা বিসসেস গরেনা! তুই একটু ওকে বোঝাতো-------------------- তুই ইক্কিনি ইতিরে বুযাত। আচ্ছা ঠিক আছে, আমি ওকে ফোন দিচ্ছি-----------আইচ্চে টিক আচে, আঁই উরে ফুন দির।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।