আমাদের কথা খুঁজে নিন

   

দার্জিলিঙ চুক্তি থেকে মধ্যযুগের ভারত - এন বি এ মিটিয়ে চলেছে মননের ক্ষুধা

অজয় দাশগুপ্ত কলকাতা, ৩রা অক্টোবর- একসময় শারদ অবকাশে দার্জিলিঙ-এর পাহাড়ে বেড়াতে যাওয়া ছিল বাঙালীর প্রিয় শখ। স্বপ্নের সেই দার্জিলিঙ কিভাবে ক্রমশ বাঙালীর ভ্রমণতালিকা থেকে দুরে সরে যেতে থাকলো, সে প্রশ্ন এখানে আলোচ্য নয়। এবারের শারদোৎসবে আবার কিভাবে দার্জিলিঙ আলোচ্য বিষয় হয়ে উঠেছে, তা লক্ষ্য করা গেলো পার্ক সার্কাসে ন্যা শনাল বুক এজেন্সির স্টলে এসে। বই দেখতে এবং কিনতে আসা মানুষের হাতে হাতে ঘুরছে একটি বই-‘দার্জিলিঙ চুক্তি: সমাধান না সমস্যা ?’ লেখক অশোক ভট্টাচার্য। ‘পরিবর্তন’-এর ৪ মাসেই নতুন সরকার বিপুল ঢক্কানিনাদ সহকারে ‘পাহাড়-জঙ্গল-জমি’-র সব সমস্যার সমাধান করে দিয়েছে বলে দাবি করলেও বাস্তবে তা যে নতুন নতুন সমস্যার জন্ম দিয়েছে, তা এখন উপলব্ধি করছেন অনেকেই।

‘গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনস্ট্রেশন’ বা জি টি এ চুক্তি তারই একটি বিষয়। রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও দার্জিলিঙ জেলায় গণআন্দোলনের দীর্ঘদিনের নেতা অশোক ভট্টাচার্য গোড়া থেকেই তথাকথিত গোর্খাল্যান্ডের দাবি আন্দোলনের বিষয়টি সম্পর্কে অবহিত রয়েছেন এবং এই সমস্যা সমাধানের প্রক্রিয়ায় যুক্ত থেকেছেন। তাঁর লেখা বেশ কয়েকটি সুচিন্তিত নিবন্ধ এই বইটিতে সঙ্কলিত করে ‌অত্যন্ত সময়োপযোগী একটি প্রকাশনা করেছে ন্যাশনাল বুক এজেন্সি (এন বি এ)। অনুসন্ধিৎসু মানুষের কাছে এই প্রতিষ্ঠান ধন্যবাদার্হ হয়েছে। এটা অবশ্য নতুন কোন বিষয় নয়।

এন বি এ প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রচলিত ধ্যান-ধারণার গড্ডলিকা প্রবাহে গা ভাসানো লেখার বদলে বরাবরই সামাজিকভাবে দায়বদ্ধ সময়োপযোগী বিষয় নিয়ে পুস্তক প্রকাশনাতেই জোর দিয়েছে। অন্ধ বিশ্বাস, ধর্মীয় মৌলবাদ, কুপমন্ডুকতা, আলৌকিকতা ও কুসংস্কারকে উস্‌কে দেওয়ার বিপরীতে মুক্তমন গড়ে তোলার আদর্শগত সংগ্রামে ব্যাপৃত থাকার পাশাপাশি প্রতিক্রিয়াশীল সমাজব্যবস্থার বিরুদ্ধে প্রগতিশীল সমাজ গড়ে তোলার লড়াইকে জোরদার করার উপযোগী চিন্তার উপাদানও যুগিয়ে চলেছে এই প্রকাশনা সংস্থা। শারদোৎসবের সময় নিছক হালকা চালের বিপণনকেন্দ্রিক পুজোসংখ্যা প্রকাশ যখন বাজারী প্রকাশনা সংস্থাগুলির বৈশিষ্ট্য, তখন বছরের পর বছর ধরে প্রগতিশীল মার্কসীয় সাহিত্যের সম্ভার রাজ্যবাসীর সামনে তুলে ধরছে এন বি এ। সারা রাজ্যে বামপন্থী দল ও গণসংগঠনগুলির উদ্যোগে যে অসংখ্য প্রগতিশীল মার্কসীয় সাহিত্যের বিক্রয়কেন্দ্র এই সময় হয়, সেখানে বই ও পত্র-পত্রিকা যোগানোর কাজটা প্রায় এককভাবে এন বি এ-ই করে থাকে। পার্ক সার্কাসে এন বি এ-র এরকম বুকস্টলটি তো সেই ১৯৫২ সাল থেকে হয়ে আসছে।

এন বি এ-র ডিরেক্টর অনিরুদ্ধ চক্রবর্তী জানালেন, এবারেও শারদোৎসব উপলক্ষে তাঁরা এই ঐতিহ্য বজায় রেখেছেন বেশ কয়েকটি নতুন বই প্রকাশ করে। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে এন বি এ এবার নতুন করে প্রকাশ করেছে বিশ শতকের ভারতের রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে তাঁর সুচিন্তিত নিবন্ধগুলি ‘কালান্তর’ শিরোনামে। যে উপন্যাসে কবি তাঁর কল্পনায়ককে দিয়ে ভারতচেতনার বাণীমন্ত্র উচ্চারণ করেছিলেন, সেই ‘গোরা’-ও প্রকাশ করেছে এন বি এ। দুটি বই-ই এবার স্টলে পাঠককুলের নজর কাড়ছে। নজর কাড়ছে রবীন্দ্র জন্মশতবর্ষে এন বি এ-র পক্ষ থেকে বিশিষ্ট রবীন্দ্রগবেষক গোপাল হালদার সম্পাদিত শতবার্ষিকী প্রবন্ধ সংকলনটির পুনঃপ্রকাশিত সংস্করণটিও।

এই প্রসঙ্গে উল্লেখ করতে হয় সি পি আই (এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষে রবীন্দ্র সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে প্রকাশিত রবীন্দ্র কবিতা ও প্রবন্ধের নির্বাচিত সংকলনটিরও। ‘হে মহাজীবন’ নামে এই বইটির চাহিদা ভালোই। পাশাপাশি আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের নির্বাচিত সংকলনটিও ভালো বিক্রি হচ্ছে স্টলে। কমিউনিস্ট আন্দোলনের অন্যতম দুই শীর্ষনেতা সরোজ মুখোপাধ্যায় ও বিনয় চৌধুরীর জন্মশতবর্ষ এবছর উদ্‌যাপিত হচ্ছে সর্বত্র। সরোজ মুখোপাধ্যায়ের লেখা ‘ভারতের কমিউনিস্ট পার্টি ও আমরা’, ‘নির্বাচিত রচনা সংকলন’-সহ অন্যান্য বইগুলি নিয়মিত প্রকাশিত হলেও বিনয় চৌধুরীর স্মৃতিচারণামূলক লেখা বইটি এন বি এ-র প্রকাশনা তালিকায় ছিল না।

‘অতীতের কথা-কিছু অভিজ্ঞতা’ নামে গণশক্তিতে ধারাবাহিক স্মৃতিচারণার ভিত্তিতে প্রকাশিত বইটি এন বি এ এবার পুনঃপ্রকাশ করেছে। অনন্যসাধারণ এই কমিউনিস্ট নেতার জীবন এই প্রজন্মের রাজনৈতিক কর্মীদের আত্মপ্রণোদিত করতে সাহায্য করবে। দেশের অগ্রগণ্য ঐতিহাসিক ইরফান হাবিব বস্তুবাদী দৃষ্টিভঙ্গিতে যেভাবে ইতিহাসের বিভিন্ন স্তর, পর্যায়, ঘটনাক্রমকে নতুন আঙ্গিকে উপস্থাপন করে চলেছেন, তা ইতিহাসচর্চার ক্ষেত্রে নতুন ধারার সংযোজন ঘটিয়েছে। বাংলাভাষায় তা অনুবাদের মাধ্যমে আগ্রহী পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজে এন বি এ-র ভূমিকা ইতোমধ্যেই প্রশংসার দাবি রেখেছে। সেই কাজে নতুন সংযোজন ‘মধ্যযুগের ভারতে প্রযুক্তি (৬৫০-১৭৫০ খ্রীষ্টাব্দ)’ বইটি।

শারদোৎসবে পাঠকের কাছে হাবিবের সাম্প্রতিক বইটি বাংলায় পেশ করেছে এন বি এ। বুকস্টলগুলিতে এবার চাহিদা রয়েছে গণশক্তি প্রকাশিত ‘বামফ্রন্ট সরকার: মানুষই শেষ কথা’ বইটিরও। অ্যালবামে জ্যোতি বসুর জীবন নিয়ে ‘আগুনের পরশমণি: কিংবদন্তীর কিছুক্ষণ’ এবং চার খন্ডে অনিল বিশ্বাসের নির্বাচিত রচনা সংকলন, অনীক চক্রবর্তীর ‘ময়না তদন্ত’, ‘আগ্রাসী মিডিয়াঃ মিথ্যা, নৈরাজ্য, বাণিজ্য’ প্রভৃতি বইগুলিরও ভালো চাহিদা রয়েছে। তবে এবারে স্টলের হটকেক সি পি আই (এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি প্রকাশিত ‘১০০দিনের পরিবর্তন’ পুস্তিকাটি। দু’টাকা দামের এই পুস্তিকাটি হু হু করে বিক্রি হচ্ছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।